বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদ করেছিলেন আবদুল মালেক, দুর্দিনে ধরেছিলেন আ.লীগের হাল

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক উকিলের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, সিনিয়র সহসভাপতি ও নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, মরহুমের জৈষ্ঠ পুত্র গোলাম মহি উদ্দিন লাতু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের প্রমুখ।

এর আগে, দুপুরে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের আবদুল মালেক উকিলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

সুবর্ণচরের আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্ব-পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পর সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন আবদুল মালেক উকিল। গ্রেফতার পরবর্তী দীর্ঘ কারাবাসের পর কারামুক্ত হয়ে ১৯৭৮ সালে রমনা পার্কে প্রথম জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যার বিচার দাবি করেন আবদুল মালেক উকিল। শুধু তাই নয়, বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের চরম দুঃসময়ে ১৯৭৮ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পর বঙ্গবন্ধুকন্যার হাতে দলের সভাপতির দায়িত্ব তুলে দেন তিনি।

আবদুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, সকাল ৯টায় জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুমের করব জিয়ারত ও পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দোয়ার আয়োজন করা হয়। সকাল ১০টায় সদর উপজেলার বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজে দোয়া ও আলোচনা সভা, দুুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, মাইজদী গালর্স একাডেমি হাই আলোচনা সভা ও দোয়া এবং সন্ধ্যায় মোহামেডান স্পোটিং ক্লাবে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দিনব্যাপি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবদুল মালেক উকিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

জনগণ তথ্যপ্রযুক্তির সুফল ব্যাপকভাবে পেতে শুরু করেছে: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপের কথা...

২২ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলা ২২ বছর পর স্ত্রী...

বেড়েছে ডিম ও কাঁচা মরিচের দাম

ঢাকা অফিস: বাজারে মুরগির ডিম ও কাঁচা মরিচের দাম...

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ, দুই বিভাগে বৃষ্টির আভাস

ঢাকা অফিস: ঢাকাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম...