বিশ্বকাপের পর আসল কাজ শুরু করবেন হাতুরাসিংহে

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতায় নিজের দায় এড়িয়ে গেলেন না হেড কোচ চন্দিকা হাতুরাসিংহে। একই সঙ্গে এটাও বলতে ভুললেন না যে এত বড় আসরে দলকে এগিয়ে নেয়ার প্রস্তুতিতে যথেষ্ট সময়ও তিনি পাননি।

রবিবার (৫ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাতীয় দলের হেড কোচ জানালেন, তার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পর!

যদিও তত দিন এই চাকরিতে তিনি বহাল থাকবেন কি না, এমন ব্যর্থতার পর তা নিয়ে সংশয় তৈরি হতে বাধ্য।
হাতুরাসিংহেকে প্রশ্নও করা হলো যে বাংলাদেশের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ দেখেন কি না? এ প্রশ্নের জবারে তিনি বলেন, আমি কোচ থাকবো কি থাকবো না, সেটি তো আর আমার হাতে নেই। সিদ্ধান্ত যা নেয়ার নেবে বোর্ড। আমি সাত মাস সময় পেয়েছি। অবশ্য এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। ছেলেরা অনেক চেষ্টা করছে, ভালো করতে ওরা মরিয়া। সাত মাসে তেমন কিছু বদলেও ফেলা যায় না। দল যেখানে ছিলো, সেখান থেকেই ওদের ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করেছি। নিজের ভবিষ্যৎ কর্মসূচি জানাতে গিয়ে আরেকবার বললেন সময়ের অপ্রতুলতার কথা, আমার আসার কেবল সাত মাস হয়েছে। এই সময়ে আমার বেশি কিছু করার ছিলো না। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত করা আর দলকে সামনে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জের মধ্যে ভিন্নতা আছে।

নিজের দায় না এড়িয়ে তিনি বলেন, কোচ হিসেবে দলের আর সবার মতো দায়ভার আমিও নিচ্ছি। সমর্থকদেরই শুধু আমরা নিরাশ করিনি, হতাশ করেছি আমাদের নিজেদেরও।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক ম্যাচের জন্য...

পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক: আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে আসন্ন...

ঝড়ে বিধ্বস্ত স্টেডিয়াম, বাংলাদেশের সিরিজ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দেশ ছাড়লেও...

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

ঢাকা অফিস:স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক...