অবরোধ ঠেকাতে দেশের সব মহাসড়কে বিজিবি মোতায়েন

বিএনপি ও জামায়াতের তিনদিনের অবরোধ কর্মসূচিতে নাশকতা ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছে প্রশাসন। অবরোধের সময় দেশের সব মহাসড়কে টহল দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাতেই বিজিবির ওই টহল শুরু হয়েছে। এ ছাড়া পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

মঙ্গলবার থেকে টানা তিনদিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াত। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

অবরোধ রুখতে সারাদেশে থাকবে র‍্যাবের টহল দল

এর আগে গত ২৮ অক্টোবর দল দুটির সমাবেশের দিন ঢাকার কয়েকটি স্থান রণক্ষেত্রে পরিণত হয়। প্রাণ যায় পুলিশ সদস্যসহ দুইজনের। পরদিন তাদের হরতালকেন্দ্রিক নাশকতা ও অন্য ঘটনায় মৃত্যু হয় তিনজনের।

জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ হলে কোনো আপত্তি নেই। তবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে।

অবরোধে নাশকতা ঠেকাতে মাঠে থাকবে পুলিশ

দেশের বিভিন্ন মহাসড়কের নিরাপত্তায় থাকছে হাইওয়ে পুলিশ। জেলা ও মহানগর পুলিশের সঙ্গে সমন্বয় করে পণ্যবাহী যানচলাচল নির্বিঘ্ন করার প্রস্তুতি নিয়েছে তারা। এমনকি পণ্য নিরাপদে পৌঁছে দিতে প্রয়োজনে ‘কনভয় আকারে’ বিশেষ নিরাপত্তা দেয়া হবে। পণ্যবাহী যানবাহনের সামনে-পেছনে ও মাঝখানে ‘এসকর্ট’ থাকবে।

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, মহাসড়কের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রয়োজনে যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সড়কে পণ্যবাহী গাড়ির নিরাপত্তা দেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ঢাকা অফিস: বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হতে চলেছে, তা...

দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে: সিইসি

ঢাকা অফিস: দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদ নির্বাচনে ৩০...

আরো ২০ হাজার ভূমিহীন পরিবার ঘর পাচ্ছেন

ঢাকা অফিস: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প ‘আশ্রয়ণ-২’ এর আওতায়...

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঢাকা অফিস: শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।...