ভোলার গ্যাস রক্ষায় নাগরিক আন্দোলনের সভা

‘চলো চলো ভোলা চলো, ভোলার গ্যাস রক্ষা করো-ইন্ট্রাকো ঘেরাও করো’ ভোলা ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে ভোলার গ্যাস রক্ষায় পটুয়াখালী জেলা নাগরিক আন্দোলন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে কলেজ রোডস্থ জাতীয় মহিলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা নাগরিক আন্দোলন কমিটির আহবায়ক মোতালেব মোল্লা সভাপতিত্ব করেন।

সদস্য সচিব এ্যাডভোকেট জহিরুল আলম সবুজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, কমিটির মুস্তাফিজুর রহমান মিলন, শিরিন নাহার, আমিনুল ইসলাম সিরাজ, এস.এম ফরিদ উদ্দিন, খলিলুর রহমান, গোলাম মোস্তফা, গাজী হানিফ, সমীর কুমার কর্মকার ও রুমা রানী দে প্রমুখ।

সভায়, ভোলার উৎপাদিত গ্যাস ২৮ বছর ধরে দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করে ভোলার গ্যাস ইন্ট্রাকো কোম্পানির সাথে চুক্তি করে অন্যত্র সরবরাহ করার প্রতিবাদ করে বক্তার অবিলম্বে ভোলার গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের শিল্প-কলকারখানায় ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার দাবি করেন।

উল্লেখ্য, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির উদ্যোগে ইন্ট্রাকো বেজ ঘেরাও কর্মসূচি উপলক্ষে ৩১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠে সমাবেশ সফল করার লক্ষ্যে পটুয়াখালী জেলা নাগরিক আন্দোলন কমিটির এ প্রস্তুতি সভা।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

ক্রয়কৃত সম্পত্তিতে প্রভাবশালীদের বাঁধা, দ্বারে দ্বারে ঘুরছে জমির মালিক

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ জেলার গলাচিপায় প্রভাবশালীদের বিরুদ্ধে...

পটুয়াখালীতে সূর্যমুখী ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: সূর্যমুখী এবং নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে...

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হাফেজ আলমগীর

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত...

শিক্ষা সনদে বানান ভুল হওয়ায় বিপাকে শিক্ষার্থী

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক শিক্ষার্থীর...