সাংবাদিকদের বিএনপির হুমকি, যা বললেন সজীব ওয়াজেদ জয়

সাংবাদিকদের হুমকি দেয়ায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি এখন নিজেদের দাবি ও আকাঙ্ক্ষা অনুযায়ী সংবাদ পরিবেশন না করায় সাংবাদিকদের ভয়াবহ পরিণতির হুমকি দিতে শুরু করেছে।

শনিবার (১৪ অক্টোবর) এক টুইটার বার্তায় এ সমালোচনা করেন তিনি।

জয় বলেন, বিএনপি মিডিয়া সেল নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই হুমকি এসেছে।

তিনি বলেন, গণতন্ত্রে মুক্ত গণমাধ্যম সরকার ও বিরোধী দল উভয়েরই জবাবদিহি নিশ্চিত করে। কিন্তু বিএনপি গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করা থেকে বিরত রাখতে চাইছে। এমনকি ভয়ভীতিও প্রদর্শন করছে।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, গণতন্ত্রে গণমাধ্যমের শক্তি এই ধারণার মধ্যে নিহিত যে, সাংবাদিকদের কাউকেই ছাড় দেয়া উচিত নয়- না ক্ষমতাসীন দল, না বিরোধীদের। কিন্তু সাংবাদিকদের উদ্দেশে বিএনপির মিডিয়া সেলের এমন হুমকি দলটির চরম অসহিষ্ণু চেহারাই প্রকাশ করছে। সেইসঙ্গে এটাও স্পষ্ট যে, ক্ষমতায় এলে বিএনপি গণমাধ্যমের জন্য হুমকি হয়ে উঠবে, যেমনটা তারা ২০০১-০৬ সালে করেছিলো।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। তাতে হুমকি দিয়ে বলা হয়, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া গণতন্ত্রের পক্ষে আর কোনটি ‘স্বৈরাচারের পক্ষে’।

হুমকিমূলক বার্তার পাশাপাশি ওই পোস্টে ‘#টেকব্যাংকবাংলাদেশ, #স্টেপডাউনহাসিনা, #রেস্টোরকেয়ারটেকারগভ’ প্রভৃতি স্লোগান ব্যবহার করা হয়। পোস্টটি প্রকাশ হওয়ার পরই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশের গণমাধ্যমকর্মীরা। তারা বলছেন, বিএনপির হাতে দেশের গণমাধ্যম এবং এর কর্মীরা নিরাপদ নয়। গণমাধ্যমের স্বাধীনতায় তারা বিশ্বাসী না।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর ২০০২ সালের ২৯ আগস্ট ‘একুশে টিভি’ বন্ধ হয়ে যায়। অভিযোগ উঠে, আইনি মারপ্যাঁচ ও রাজনৈতিক কূটচালে বন্ধ করে দেয়া হয় দেশের প্রথম বেসরকারি টেরিস্ট্রিয়াল চ্যানেলটি। যদিও ২০০৫ সালে আইনি লড়াইয়ে জয়ী হয়ে ২০০৭ সালের ২৯ মার্চ আবারো সম্প্রচারে আসে চ্যানেলটি।

কিন্তু গণমাধ্যমের কণ্ঠরোধের সেই ধারা থেকে আর বের হয়ে আসতে পারেনি বিএনপি। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের প্রতি বিএনপির বিদ্বেষপূর্ণ মনোভাব আবারো সেই কালো অধ্যায়ের কথা মনে করিয়ে দিচ্ছে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

আন্দোলনের নামে বিএনপি আবারো সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে: কাদের

ঢাকা অফিস: বিএনপি আবারো আন্দোলনের নামে সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা...

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কাল

ঢাকা অফিস: আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত...

উপজেলা চেয়ারম্যান হলেন বিএনপির যেসব বহিষ্কৃত নেতা 

ঢাকা অফিস: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট...

আওয়ামী লীগের যৌথসভা কাল

ঢাকা অফিস: আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ...