খুলনায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন উপপরিদর্শক (এসআই) খালিদ উদ্দিন।

এই মামলায় খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, নাশকতামূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

একই দিন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহিরসহ বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় পৃথক আরেকটি মামলা হয়। সোনাডাঙ্গা থানার এসআই নিয়াজ মোরশেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) এই মামলায় ৬ জনকে গ্রেফতার দেখানো হয়।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

খুলনা ব্যুরো: খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী নুরন্নবী শেখকে...

খুলনায় ভাইয়ের হাতে ভাই খুন

খুলনা ব্যুরো: খুলনার রূপসায় বামনডাঙ্গা গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে...

খুলনায় সাইকেল থেকে পড়ে ইলেকট্রনিক মিস্ত্রি নিহত

খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়ায় সাইকেল থেকে পড়ে রবিউল ইসলাম...

একনেকে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ১০ প্রকল্প অনুমোদন

ঢাকা অফিস: একনেক সভায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ১০টি...