যশোরে পেশকারের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ

মোটা অংকের টাকা দাবি করায় যশোর কেশবপুর সহকারী জজ আদালতের পেশকার মনির হোসেনের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের কাছে অভিযোগ দিয়েছেন এক ভুক্তোভোগী।

রবিবার (২২ অক্টোবর) কেশবপুরের সাতবাড়িয়া গ্রামের আব্দুল আজিজ এই অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, কেশবপুর সহকারী জজ আদালতে বিচারাধীন মামলার বিবাদী আব্দুল আজিজ গাইন। এ মামলায় হাজিরা দিতে আসলে পেশকার মনির ২০০ টাকা গ্রহণ করেন। এর মধ্যে গত ১৬ অক্টোবর এই মামলার ধার্য দিনে তিনি নিজে বিবাদীদের পক্ষে আদালতে হাজিরা দেন। হাজিরা গ্রহণ করে পেশকার মামলাটি একতরফা করে দেয়ার কথা বলে তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। এদিন বাদী পক্ষ আদালতে হাজির না থাকায় বিচারক পরে আদেশ দিবেন বলে জানান। এদিন আদেশের জন্য বিকেল পর্যন্ত অপেক্ষায় থাকা আজিজের কাছে তিনি আবারো টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় বিকেলে মনির হাজিরার কাগজপত্র ফেরত দিয়ে আগামী ১৬ নভেম্বর দিন আছে বলে জানিয়ে দেন। তিনি এই আদালতে পেশকারের ষড়যন্ত্রে ন্যায়-বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় এই অভিযোগ দিয়েছেন।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নির্বাচনে হারবে জেনেই ভোট বর্জন করেছে বিএনপি: শাহজাহান খান

ঢাকা অফিস: উপজেলা পরিষদের নির্বাচনে জয়লাভ করতে পারবে না...

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি,পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)...

৩ লাখ টাকা জরিমানার বিধান রেখে গ্রাম আদালত বিল পাস

ঢাকা অফিস: গ্রাম আদালতের জরিমানার সীমা ৭৫ হাজার টাকা...

প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ কাল

ঢাকা অফিস: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯...