spot_img

যারা গণতন্ত্র শিক্ষা দিতে চায়, তাদের অনেকের দেশেই গণতন্ত্র নেই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যারা গণতন্ত্র শিক্ষা দিতে চায়, তাদের অনেকের দেশেই গণতন্ত্র নেই।

সোমবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মায়ের কান্না’ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়া অনেকের পছন্দ নয়। সে জন্য তারা নানা ছলছুতায় প্রথমে আনে মানবাধিকার, তারপর বলে সুষ্ঠু পথে নির্বাচন হয়নি।

তিনি বলেন, বাংলাদেশে অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং জনগণের অংশগ্রহণে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হবে। সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। দয়া করে কেউ আমাদের গণতন্ত্র শিক্ষা দেবেন না।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার যতোবার হাসপাতালে গেছেন, ততোবারই বলা হয়েছে তার অবস্থা সংকটাপন্ন। বিদেশে না নিলে তিনি মারা যাবেন। অথচ, তিনি দেশের হাসপাতাল থেকেই ভালো হয়ে বাড়িতে ফেরত গেছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপিকে রাজনীতি করতে দেয়া যাবে না। বিএনপি তাকে রাজনীতির দাবার গুটি বানিয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশকে অস্থিতিশীল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি বিশ্ব থেকে ফায়দা লুটতে সন্ত্রাসের পরিকল্পনা নিয়েছে। কিন্তু আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে। কাউকে আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না।

এ সময় কিছু কিছু সংগঠন মানবাধিকার নিয়ে ব্যবসা করে বলে অভিযোগ করেন হাছান মাহমুদ। তিনি বলেন, কাউকে ঘুষি মারলেও তারা বিবৃতি দেয়। কিন্তু কাউকে মেরে ফেললে কোনো বিবৃতি নেই।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

২৭ ইউনিটের কমিটি ভেঙে দিলো আ.লীগ

ঢাকা অফিস: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার বিরুদ্ধে মাঠে...

যারা টাকায় পদ কিনে, তারা মাঠে নামবে কেন: কাদের

ঢাকা অফিস: আওয়ামী লীগে পদ-বাণিজ্য বন্ধের জোর দাবি উঠেছে।...

নিহত ও আহতদের জন্য দোয়া করবে আ.লীগ

ঢাকা অফিস: কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত ও আহতদের...

পরিস্থিতি আরো খারাপ হতে পারে: ওবায়দুল কাদের

ঢাকা অফিস: আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছে, পরিস্থিতি আরো...