২৮ অক্টোবর লক্ষাধিক লোক নিয়ে ঢাকায় যাবেন জাহাঙ্গীর

গাজীপুর থেকে ঢাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে আগামী ২৮ অক্টোবর লক্ষাধিক লোক নিয়ে উপস্থিত থাকবেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম বলেন, ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে লক্ষাধিক লোক নিয়ে ঢাকায় যাবো। তাদের যাতায়াতের জন্য ইতোমধ্যে কয়েক হাজার গাড়ি চুক্তি করা হয়েছে। ওই দিন সকালে গাজীপুর থেকে এসব বাসযোগে লোকজনসহ ঢাকার সমাবেশে যোগ দেবো ইনশাআল্লাহ। বাসের পাশাপাশি কয়েকশ প্রাইভেট ও মাইক্রোবাসও ঢাকায় যাবে।

জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার ও মেয়র পদ থেতে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে ক্ষমা করা হয়। গেলো সিটি নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে তার মায়ের পক্ষে কাজ করেন। তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মা মেয়র নির্বাচিত হন। বর্তমানে জাহাঙ্গীর আলম তার মায়ের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। নির্বাচনে তার মায়ের পক্ষে থাকায় তাকে দল থেকে ফের বহিষ্কার করা হয়। সম্প্রতি জাহাঙ্গীর আলমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেয়া শাস্তি ক্ষমা করে দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।

ক্ষমা পাওয়ার পর তিনি মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সভা করে ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদান করতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করছেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

আরেক দফা বাড়লো সোনার দাম

ঢাকা অফিস: দেশের বাজারে আবারো বেড়েছে সোনার দাম। এবার...

সময়ের আগে বাজার ভরে গেছে অপরিপক্ব টক লিচুতে

ঢাকা অফিস: আসি আসি করছে স্বাদে ভরা লিচুর মৌসুম।...

বাবাকে খুঁজে পেতে এমপি আনারের মেয়ে ডিবিতে

ঢাকা অফিস: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার...

১৭ দিনে প্রবাসী আয় ১৩৫ কোটি ৮৭ লাখ

ঢাকা অফিস: চলতি মাসের (মে) প্রথম ১৭ দিনে প্রবাসীরা...