নোয়াখালীতে ২২টি পূজামন্ডপে অনুদান দিলেন ড. ফারুক

নোয়াখালী-০১ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক চাটখিল-সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন।

সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি চাটখিল উপজেলার খিলপাড়া, রামনারায়ণপুর, শাহাপুর, মোহাম্মদপুর, দশঘরিয়া-পরকোট ইউনিয়ন ও চাটখিল পৌরসভা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন এবং মতবিনিময় সভা করেন।

খিলপাড়া ইউনিয়নের শিবপুর মন্দির, খিলপাড়া কালি মন্দির, রামনারায়নপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণ মন্দির, দশেভূজা পূজামন্দির, সোমপাড়া সনাতন হরিসভা, শাহাপুর সনাতন হরিসভা, দশঘরিয়া গৌর নিতাই মন্দির, পাল্লা বাজার জগন্নাথ মন্দির, রাধা গোবিন্দ মন্দির ও চাটখিল পৌরসভার শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রম মন্দির পরিদর্শন করেন।

এ সময় তিনি পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটি পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

দক্ষিণ আফ্রিকায় চাঁদার দাবিতে নোয়াখালীর যুবককে পিটিয়ে হত্যা

ড. মোহাম্মদ ফারুক বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজনের উৎসবই নয়, এটি বাংলাদেশে সর্বজনীন উৎসব। ধর্ম যার যার উৎসব সবার। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সোনার বাংলা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

এছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো জনগণের সেবা করার সুযোগ দেয়ার আহবান জানান তিনি।

আলোচনা সভা শেষে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার ২২টি পূজামণ্ডপের আয়োজকদের হাতে নগদ অর্থ তুলে দেন ড. মোহাম্মদ ফারুক।

নোয়াখালীতে মাদক সেবন, নারীসহ ৩ ব্যক্তির কারাদণ্ড

এসময় উপস্থিত ছিলেন, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলেমান ভুলু, ইউনিয়ন আওয়ামী লীগের (পশ্চিম) সভাপতি জাকির হোসেন চৌধুরী টিপু ও উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদ উল্ল্যাহ ভাণ্ডারি।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

৩০ কেজি হরিণের মাংস জব্দ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার দ্বীপাঞ্চল উপজেলা হাতিয়া থেকে ৩০...

ট্রলিরচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সুর্বণচর উপজলোয় পাওয়ার ট্রলিরচাপায় এক...

সিইসিকে স্বশরীরে চাটখিলের ভোট প্রত্যক্ষ করার আহবান

জেলা প্রতিনিধি, নোয়াখালী: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে...

২২ বছর পর স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলা ২২ বছর পর স্ত্রী...