তিস্তার চরে বন্যা সহনশীল কাঠের মসজিদ

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: তিস্তা নদীর দুর্গম চরাঞ্চলে নির্মাণ করা হলো বন্যা সহনশীল কাঠের দ্বিতল মসজিদ। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকায় নির্মিত হচ্ছে মসজিদটি। নাম দেয়া হয়েছে চোংগাদ্বারা জামে মসজিদ। লালমনিরহাট জেলায় এমন দৃষ্টিনন্দন কাঠের মসজিদ চরাঞ্চলে এটাই প্রথম।

জানা গেছে, এসএসসি ২০০৩ সালের পরীক্ষার্থীদের একটি সামাজিক সংগঠন হান্ড্রেট ক্লাব – এর অর্থায়ন ও এলাকাবাসীর সহযোগিতায় এ পর্যন্ত মসজিদটিতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে আট লাখ টাকা।

সরেজমিনে দেখা গেছে, বালুভর্তি জিও ব্যাগ ফেলে স্থানটি উঁচু করে কাঠ, প্লেনশিট ও টালী টিন ব্যবহারের মাধ্যমে মসজিদটি নির্মাণ করা হয়েছে। কাঠের প্রতিটি অংশে ফুটে উঠেছে নকশা। মসজিদটি দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা, করছে নামাজ আদায়। এমন একটি মসজিদ পেয়ে খুশি এলাকাবাসী। ২৭ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের দ্বিতল এ মসজিদটিতে দুই শতাধিক মুসল্লি এক সঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারবেন। তবে অর্থসংকটে অজুখানা ও মসজিদের কিছু কাজ এখনো বাকি রয়েছে। এ জন্য সকলের সহযোগিতা চেয়েছেন মসজিদে আসা নিয়মিত মুসল্লিরা।

মসজিদের মুসল্লিরা জানান, এ যাবৎ চারবার তিস্তা নদীতে বিলীন হয়েছে মসজিদটি। শত চেষ্টা করেও মসজিদ রক্ষা করা সম্ভব হয়নি। কিন্তু এবারে তৈরি কাঠের মসজিদটি আমরা অন্য স্থানে সরিয়ে নিতে পারব, তাই নদীভাঙনের কোনো ভয় নেই।

মসজিদের ইমাম হাফেজ মো. নবীর হোসেন বলেন, প্রতিবছর সাহায্য সহযোগিতার অর্থে নির্মাণ করা হয় মসজিদ। সেই মসজিদ তিস্তা নদীগর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু এবার ভাঙন দেখা দিলেও মসজিদটি খুব সহজে অন্য স্থানে সরিয়ে নেয়া যাবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চাচা-ভাতিজার জমজমাট লড়াই

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে এবং মন্ত্রীর...

কালীগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কাজ বন্ধ, বিক্ষোভ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: জেলার কালীগঞ্জে আকিজ বিড়ি কোম্পানি হাজরানিয়া...

আইটিএফ চ্যাম্পিয়নশিপে লালমনিরহাটের সান্ত্বনার স্বর্ণ পদক জয়

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: তায়কোয়ান্দো আইটিএফ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় লালমনিরহাটের সান্ত্বনা...

পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ জনের মনোনয়ন দাখিল

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর...