বাগেরহাটে কৃষকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে কৃষি কর্মকর্তা

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল ইসলামের বিরুদ্ধে কৃষি যন্ত্রাংশ, খুচরা সার ডিলার নিয়োগের কথা বলে অর্থ হাতিয়ে নেয়াসহ নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে।

সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত টিম তদন্ত শুরু করেছে।

বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুস সামাদ বুধবার কৃষি অফিসে ভুক্তভোগী অভিযোগকারীদের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করেন। এতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে এ তদন্তের প্রতিবেদন উর্দ্ধতন কর্মকর্তাদের দফতরে পাঠাবেন বলে জানান আব্দুস সামাদ।

বাগেরহাটে বাড়িতে ভয়াবহ চুরি

তবে, তদন্ত চলাকালীন সময়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল ইসলাম অনুপস্থিত ছিলেন।

অভিযোগ বিষয়ে জানা গেছে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল ইসলাম ২০২১ সালে মোড়েলগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ওই সময় তাকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের দায়িত্ব দেয়া হয়। এর কিছুদিন পরেই তিনি কাঠালতলা গ্রামের জাহাঙ্গীর শেখের নিকট থেকে পাওয়ার টিলার দেয়ার কথা বলে এক লাখ ২০ হাজার, বিশারীঘাটা গ্রামের জামাল খানের নিকট থেকে পাওয়ার টিলার দেয়ার কথা বলে এক লাখ ৩০ হাজার, বারইখালী গ্রামের সবুজ কুমার ঢালীর নিকট থেকে খুচরা সার ডিলার তালিকায় অর্ন্তভুক্ত করার কথা বলে ব্যাংক জামানত হিসাবে ৩০ হাজার টাকা, পঞ্চকরণ গ্রামের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হাওলাদারের নিকট থেকে ৪৪ হাজার টাকা গ্রহণ করে। এ ছাড়া মহিষচরানী গ্রামের তিমি সরকারের নিকট থেকে ৩০ হাজার টাকা ব্যাংক জামানত নিয়ে ব্যাংকে জমা না দিয়ে অন্য নামে দেখিয়ে তসরুফ করাও অভিযোগ রয়েছে। খুচরা সার বিক্রেতাদের ভুয়া আইডি কার্ড দেয়ারও অভিযোগ উঠেছে। এভাবে বিভিন্ন কৃষকের কাছ থেকে কৃষি যন্ত্রপাতি ও সার-কীটনাশকের ডিলারশিপ পাইয়ে দেয়ার কথা বলে অভিযোগপত্র অনুযায়ী চার লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয় ওই কর্মকর্তা। সম্প্রতি ওই সকল কৃষকরা কৃষি যন্ত্রপাতি না পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত শুরু হওয়ার পরেই মহিবুল ইসলাম আত্মগোপনে রয়েছেন।

বাগেরহাটে মাদকসেবীর ঘুষিতে ভ্যানচালকের মৃত্যু

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে অভিযোগের বিষয়ে নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পেয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম করা হয়েছে। সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহিবুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তার নিকট দুই বার কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। দুই বারে সে একটি লিখিত জবাব দিয়েছেন। অনুপস্থিতির বিষয়ে পাঁচ দিনের ছুটির একটি আবেদন করেছেন। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নির্বাচন সংক্রান্ত জরুরি সেবা ও অভিযোগ মিলবে ৯৯৯ নম্বরে

ঢাকা অফিস: চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আগের দুদিন,...

যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’

ঢাকা অফিস: আয়লা এবং আমফানের পরে ফের ঘূর্ণিঝড়ের আতঙ্ক।...

বজ্রপাতে নিহত ২

জেলা প্রতিনিধি, টাঙ্গাইলে: টাঙ্গাইলে বজ্রপাতে কালিহাতিতে বজ্রপাতে দুইজনের মৃত্যু...

কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ঢাকা অফিস: রাজধানীর কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলের পাশে...