বাগেরহাটে নোংরা পরিবেশে খাবার তৈরি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাটের রামপাল উপজেলায় নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার পানি প্রক্রিয়াজাত করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৯ অক্টোবর) দিনব্যাপী রামপাল উপজেলার ফয়লা বাজার ও ভাগা বাজারে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করেছেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনঃরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন।

বাগেরহাটের সহকারী পরিচালক বলেন, অভিযান পরিচালনাকালে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার পানি প্রক্রিয়ার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধভাবে মজুদ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।

অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে ট্যাবলেট খেয়ে শিশুর মৃত্যু

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার পল্লীতে চাউলের পোকামারা...

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ বাহিনীর যোগদান

আজাদুল হক, বাগেরহাট: তীব্র দাবদাহের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের...

বাগেরহাটে জাল টাকার নোট ও খেলনা পিস্তলসহ দুইজন আটক

আজাদুল হক, বাগেরহাট: জেলা সদরে এবার জনতার সহায়তায় জাল...

সুন্দরবনে আগুন

আজাদুল হক, বাগেরহাট: জেলার পুর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট...