বেনাপোল বন্দরে চাকরি দেয়ার নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল স্থল বন্দরে অফিস সহকারী পদে চাকরি দেয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। যশোরের ভুক্তভোগী মণিরামপুর উপজেলার ঝাপা গ্রামের রিয়াদ আফিরিন রাকিব বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। বিচারক মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, টাঙ্গাইল সদর উপজেলার লাউজানা ধরের বাড়ি গ্রামের মাজহারুল ইসলাম ও যশোরের মণিরামপুর উপজেলার
ঝাপা গ্রামের মামুন হোসেন। বাদী মামলায় জানিয়েছেন, আসামি মামুন ও তার বাড়ি একই গ্রামে। লেখাপড়া শিখে বেকার থাকার কারণে তাকে বেনাপোল স্থল বন্দরে অফিস সহকারী পদে চাকরি দিতে পারবে বলে মামুন বাদীকে জানায়। আর ওই চাকরি পাইতে গেলে ১২ লাখ টাকা ঘুষ দেয়া লাগবে বলে জানানো হয়।

তবে একই সাথে চাকরি এবং টাকা লেনদেন হবে এমনটিই মামুন বাদীকে জানিয়েছে। ২০২১ সালের ৪ অক্টোবর সকাল ৯টার দিকে মামুন বাদীকে সাথে নিয়ে আসামি মাজহারুল ইসলামের ঢাকা গুলশানের বাসায় যায়। সেখানে যাওয়ার পরে ফটো কপির একটি নিয়োগপত্র দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেন। এরপরে বলছেন একদিন পরে মূল নিয়োগপত্র ডাক যোগে পাঠাইয়া দিবে। এভাবে দিনের পর দিন ঘুরাতে থাকে কিন্তু কোন নিয়োগপত্র দিতে পারে নাই। ফলে চলতি বছরের ২৯ মার্চ যশোর শহরের ষষ্ঠীতলার বাসায় দুই আসামিকে ডেকে নিয়ে ১২ লাখ টাকা ফেরৎ চাইলে দিকে অস্বীকার করে। এই ব্যাপারে থানা গেলে মামলা নিতে অস্বীকার করে পুলিশ। ফলে বাধ্য আদালতে এই মামলাটি করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সময়সীমা শেষ হওয়ায় ভারত থেকে চাল আমদানি...

যশোর চীফ জুডিসিয়াল আদালতে টাউট উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় টাউট...

যশোরে রমজান ও চয়ন হত্যার ৫ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: যশোরে চাঞ্চল্যকর দুইটি হত্যা মামলায় চিহ্নিত তিন...

যশোরে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: যশোরে চিকিৎসকের দায়িত্ব অবহেলায় এক নবজাতক কন্যার...