চুয়াডাঙ্গায় ১ কোটি ৫৪ লাখ টাকার সোনার গয়না উদ্ধার, পাচারকারী ধরা

মফিজ জোয়ার্দার, চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রাম থেকে এক কোটি ৫৪ লাখ টাকা মূল্যের সোনার গয়নাসহ পাচারকারী আটক করেছে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ৬৩৫ গ্রাম।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর-লোকনাথপুর সড়কে অভিযান চালিয়ে ছয়টি প্যাকেটে মোড়ানো এ অবৈধ সোনার গয়নাসহ পাচারকারীকে আটক করা হয়।

আটক পাচারকারী আবু সাঈদ (৪২) লোকনাথপুর গ্রামের বাসস্ট্যান্ড পাড়ার বাসিন্দা।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) নাজিম উদ্দিন আল-আজাদ বলেন, বুধবার সকালে গোপনে সংবাদ পাওয়া যায় দর্শনা পৌর এলাকার পরানপুর-লোকনাথপুর সড়ক ব্যবহার করে সোনা অথবা মাদকের একটি বড় চালান ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে ঢুকে চুয়াডাঙ্গায় যাবে। এ সংবাদ পেয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পরানপুর-লোকনাথপুর সড়কে পৌঁছায় ডিবির সদস্যরা। এ সময় একজন মোটরসাইকেল চালক সীমান্ত এলাকা দর্শনা থেকে পরানপুর-লোকনাথপুর সড়ক হয়ে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় তাকে থামতে বলায় সে পালাতে থাকে। সে সময় ডিবির সদস্যরা তাকে আটক করে। এরপর আবু সাঈদের দেহতল্লাশী করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬টি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেট গুলো খুললে সেখান থেকে অবৈধ সোনার গয়নার সন্ধান মেলে।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া এক কেজি ৬৩৫ গ্রাম ওজনের সোনার গয়নার আনুমানিক মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা।

এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা এবং উদ্ধার করা অবৈধ সোনার গয়না চুয়াডাঙ্গা ট্রেজারী কার্যালয়ে জমা দেয়া হবে বলে তিনি জানান।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

আজ আবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ছুইছুই

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: আজ আবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ডিগ্রি...

চুয়াডাঙ্গার কাঠপট্টিতে অগ্নিসংযোগ, মূল আসামি সোনা আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন...

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ৩০ হাজার ৮১০ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা...

চুয়াডাঙ্গায় ৩০ হাজার ৮১০ মেট্রিকটন আম সংগ্রহ শুরু হলো

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ৩০ হাজার ৮১০ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে...