আন্দোলনের নামে রাষ্ট্রকে বিকল করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রে নির্বাচন অনুষ্ঠানের সময় অথবা আন্দোলনের নামে অরাজক পরিস্থিতি তৈরি করা অথবা রাষ্ট্রকে বিকল করা এটা গণতন্ত্রের রীতিতে পড়ে না। আন্দোলনের নামে রাষ্ট্রকে বিকল করার অপচেষ্টা করছে বিএনপি-জামায়াত চক্র, এটা অত্যন্ত দুঃখজনক। এমন একটি পরিস্থিতি থেকে দেশটাকে রক্ষা করতে হলে সাংবিধানিক ধারাটাকে অব্যাহত রাখার প্রথম রাজনৈতিক কর্তব্যটা সম্পন্ন করতে হবে। এবং সেই সাংবিধানিক ধারা রক্ষা করতে হলে যথাসময়ে নির্বাচন করতে হবে। এটাই সংবিধানের নির্দেশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের দুই কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নতুন চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

ইনু আরো বলেন, যারা আন্দোলনের নামে সাংবিধানিক ধারা বানচাল করার জন্য অরাজক পরিস্থিতি তৈরি করছে তারা বাংলাদেশের মহারাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি করছে। সাংবিধানিক ধারা অব্যাহত রাখার ব্যাপারে কথা না বলে যারা রাষ্ট্রকে বিকল করতে চাচ্ছে তার তদবিরকারক হিসেবে উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন সেই বিদেশি সংস্থার প্রতি আমাদের আহবান থাকবে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা করবেন না। এটা অত্যান্ত দুঃখজনক ব্যাপার।

জাসদের সভাপতি আরো বলেন, গাজায় ইসরায়েলি আক্রমণে নারী, শিশু, বৃদ্ধ যখন মারা যাচ্ছে সেটা বাঁচানোর কোনো তৎপরতা না করে বাংলাদেশের দণ্ডিত অপরাধীদের পক্ষে ওকালতি এবং তদবির করা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার সামিল। মানবধিকারের নামে বিদেশি বিশ্ব সংস্থাগুলো বাংলাদেশের দণ্ডিত অপরাধী, চিহ্নিত সন্ত্রাসীদের পক্ষে যে ভাষায় ওকালতি শুরু করেছে তা বিশ্ব সংস্থার মর্যাদা ক্ষুন্ন হচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। বাংলাদেশ এগুলো সহ্য করবে না।

এসময় মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক দিলারা জোয়ার্দ্দারসহ প্রশাসন ও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

শেখ হাসিনাকে কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারে না: কাদের

ঢাকা অফিস: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি ঘোষণা

ঢাকা অফিস: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

বিএনপির আরো ৫২ নেতাকে বহিষ্কার

ঢাকা অফিস: বিএনপির আরো ৫২ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।...

‘বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়’

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে বিএনপি...