প্রথম ধাপে খুলনা বিভাগের ১৯ উপজেলায় ভোট, যশোরের দুইটিতে ইভিএমে

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে খুলনা বিভাগের ১৯টি উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে। প্রথম ধাপে ভোট হতে যাওয়া যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলা পরিষদের ভোট গ্রহণ করা হবে ইভিএমে।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রথম ধাপে যশোরের দুইটিসহ ১৫২ উপজেলায় ভোট ৮ মে

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ৯টি জেলার ২২টি উপজেলায় ভোট হবে ইভিএমে।

জেলাগুলো হলো. যশোর, কক্সবাজার, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, পিরোজপুর ও মানিকগঞ্জ। প্রথম ধাপে এসব জেলার ২২টি উপজেলায় ভোট হবে।

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান পদে জামানত লাখ টাকা

তফসিল অনুযায়ী, আগামী ৮ মে ভোট হবে খুলনা বিভাগের মেহেরপুর জেলার সদর ও মুজিবনগর উপজেলা, কুষ্টিয়া জেলার খোকসা, কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলা, চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও দামুড়হুদা উপজেলা, ঝিনাইদহ জেলার সদর ও কালীগঞ্জ উপজেলা, যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলা, মাগুরা জেলার সদর ও শ্রীপুর উপজেলা, নড়াইল জেলার কালিয়া উপজেলা, বাগেরহাট জেলার সদর, রামপাল ও কচুয়া উপজেলা এবং সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা।

উপজেলা নির্বাচন: ভোট হবে নবীন ও প্রবীণের সমন্বয়ে

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলে শেষ সময় ১৫ এপ্রিল। যাচাই-বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

অশোক কুমার দেবনাথ আরো বলেন, দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ২৩ মে, তৃতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিপুলকে হাইকোর্টে দেয়া জামিন নিম্ন আদালতে বহাল

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার...

মণিরামপুরের উপজেলা চেয়ারম্যান হলেন লাভলু

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যশোরের মণিরামপুর...

যশোরে একদিনে চেয়ারম্যান প্রার্থী বিপুলের পক্ষে লক্ষাধিক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: যশোর শহর ও শহরতলীতে একদিনে লক্ষাধিক লিফলেট...

যশোরে সেলিম হত্যা: ১৩ আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক: সাক্ষ্য প্রমাণ না থাকায় ২১ বছর পরে...