বাগেরহাট জমি নিয়ে বিরোধে পৃথক সহিংসতা, শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট ও সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে পৃথক সহিংতায় চারজন আহত এবং শত্রুতার কারণে একটি মাছে ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নাই।

ঘটনা সূত্রে স্থানীয়রা জানায়, বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া এলাকায় রবিবার খাস জমির দখল নিয়ে প্রতিপক্ষরা ফজলে এলাহী সিকদার (৬০) নামের এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে। গুরুতর অবস্থায় ফজলে এলাহীকে প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত ফজলে এলাহী নওয়াপাড়া গ্রামের মৃত জামাল সিকদারের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানায় বিরোধপূর্ণ ওই জমিতে অবস্থানকালে একই এলাকার সিদ্দিক সেখের ছেলে তাহিদ সেখসহ ৫/৬ জন পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে ফজলে এলাহীকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। সরকারি এ খাস জমি ভোগ দখল নিয়ে উভয় গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

এ ঘটনায় এলাকায় দুইপক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে স্থানীয়রা জানায়। অপরদিকে জেলার মোল্লাহাট উপজেলার ঘোড়াদাইড় গ্রামে জমির বিরোধে রবিবার একটি পরিবারের উপর হামলা হয়েছে।

হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, হরিচাদ বৈরাগী (৫৫), তার স্ত্রী মমতা বৈরাগী (৫০) ও ছেলে লিমন বৈরাগী (২৪)।

আহত অবস্থায় তিনজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় হামলাকারী মিলন বৈরাগী নিজেকে আহত দাবি করে একই হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসাধীন হরিচাদ বৈরাগী ও মমতা বৈরাগী দম্পতি জানান, জমি সংক্রান্ত বিরোধে আপন ভাতিজা মিলন বৈরাগী তাদের সাথে প্রায় ঝামেলা বাধায়, এ নিয়ে ঘোড়াদাইড় গ্রামে পৈত্রিক বাড়ির জমি মেপে ফয়সালা করা হয়েছে। উক্ত মাপ না মেনে রবিবার তাদের জমির মধ্যে বেড়া দেয় মিলন বৈরাগী। এতে বাধা দেয়ায় মিলন বৈরাগী ও তার স্ত্রী আখি বৈরাগী দম্পতি এবং তাদের ভাতিজা অরকো বৈরাগী শাবল ও লাঠি নিয়ে হামলা চালায়।

এ ছাড়া মোল্লাহাট উপজেলার চরআটজুড়ি গ্রামে ঘেরের মাছ চুরি ঘটনা দেখে প্রতিবাদ করায় দ্বীন ইসলাম সেখ নামের এক কৃষকের মাছের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। শনিবার এ ঘটনার বিষয়ে মোল্লাহাট থানা পুলিশকে জানালে পুলিশ ওই মাছের ঘের পরিদর্শন করেছে। এ সময় বিষের বোতল উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্থ দ্বীন ইসলাম জানান, অন্যের ঘেরের মাছ চুরির ঘটনা দেখে প্রতিবাদ করায় আমার ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। বিষয়টি থানা পুলিশে অভিযোগ দেযা হয়েছে।

বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলে পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার বলেন, প্রতিটা ঘটনা বিষয়ে স্ব স্ব থানা পুলিশ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে পোলেরহাট বাজারে অগ্নিকান্ড, ১২ টি দোকান পুড়ে ছাই

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈব্যজ্ঞ্যহাটি পোলের হাট...

বাগেরহাটে নারীকে গরম পানি নিক্ষেপ, চা দোকানদার গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোংলায় কথা কাটাকাটিতে উত্তেজিত হয়ে...

বাগেরহাটে পোশাক শ্রমিক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট: চট্রগ্রামে চাঞ্চল্যকর কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন...

বাগেরহাটে রাস্তায় ঝরলো আম বিক্রেতার প্রাণ

আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলায় রাস্তায় ট্রাকের ধাক্কায়...