নড়াইলে জেলহত্যা দিবস পালিত

নড়াইলে জাতীয় চার নেতা হত্যার জেলহত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বিশেষ মোনাজাত এবং বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণের আয়োজন করা হয়।

সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও বিশেষ মোনাজাত শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে পুরাতন বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বঙ্গবন্ধুর মুর‌্যালে নড়াইল-২ এর সংসদ সদস্যের পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, মিটুল কুমার কুন্ডু, আইন বিষয়ক সম্পাদক ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সদস্য ও জেলা পরিষদের সদস্য খোকন কুমার সাহা, যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, মাহফুজুর রহমান ও জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়াসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে।

এই চার নেতা ছিলেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নড়াইলে ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে প্রকল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনার

জেলা প্রতিনিধি, নড়াইল: প্রত্যাগত অভিভাসী, ফিরে এলেও পাশে আছি...

নড়াইলে কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল: শিক্ষা-ধর্ম-সম্প্রীতি প্রকল্পের মূলনীতি এ স্লোগানকে সামনে...

নড়াইলে নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় চিত্রা নদী...

নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল: ‘স্মাট বাংলাদেশ বির্নিমাণে খাবার খাবো পুষ্টিগুণে’,...