যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবলীগকর্মী খুন

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রিপন হোসেন (২৭) নামে এক যুবলীগকর্মী খুন হয়েছেন। একই সাথে বিপুল ও মুস্তাক নামে আরো দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) রাতে শহরের রেলগেট মুজিব সড়কের সোনালী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।

শহরের খড়কি এলাকার আক্তারুজ্জামান ডিকুর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

এদিকে, এই ঘটনায় আহত মুস্তাফিজুর রহমান মুস্তাককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে তার পরিবার দাবি করেছে।

নিহত রিপন হোসেন শহরের খড়কি ধোপাপাড়া এলাকার হাবিবুর রহমান বুড়ো মিয়ার ছেলে।

যশোর শহরের সেন্ট্রাল মুজিব সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম রাজিব জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে একটি রিক্সায় চড়ে রিপন, বিপুল ও মুস্তাক রেলগেট থেকে দড়াটানার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেবী সোপ নামে একটি দোকানের সামনে পৌছানো মাত্র দুইটি ইজিবাইকে থাকা ৮/১০ জন যুবক মুখশ পরা অবস্থায় তাদের রিক্সার পথরোধ করে। এসময় ওই যুবকদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রিক্সায় থাকা তিনইজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরই মধ্যে জীবন বাঁচাতে রিক্সায় থাকা একজন দৌঁড়ে কিছু দূরে যায় বিপুল ও মুস্তাক। কিন্তু ওই যুবকরা তার পিছু নিয়ে সেখানে এসে আবার ওই দুইজনকে কুপিয়ে জখম করে। এরপরে আশপাশের ব্যবসায়ীরা ধাওয়া করলে তারা এমএম কলেজ রোড দিয়ে পালিয়ে যায়। এর আগে তারা দোকান মালিক সমিতির কার্যালয়ের গ্লাস ভাংচুর করে। এসময় ওই তিনজনকে উদ্ধার করে তিনজনকেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সেখানে হাজির হন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল জুয়েল ইমরান, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী।

এদিকে; এই ঘটনায় নিহত যুবলীগকর্মী রিপনের বোন নিলুফর ইয়াসমিন জানিয়েছেন, এলাকার আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরে খড়কি এলাকার আক্তারুজ্জামান ডিকুর সাথে তাদের বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে ডিকু বাহিনীর লোকজনে রিপনকে হত্যার হুমকি দিয়েছিল। এদিন রাত ৮টার দিকে রিপন এলাকার মুস্তাফিজুর রহমান মুস্তাকের সাথে রিক্সায় চড়ে রিপন ও বিপুল রেলগেট থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। পূর্ব পরিকল্পিতভাবে ডিকুর নেতৃত্বে হাসিব, ছাকলাইন, ইমন, জিসান, পিচ্চি রাজা, খোলাডাঙ্গা দেলো, নিশান, সবুজসহ কয়েকজনে দুইটি ইজিবাইকে চড়ে মুজিব সড়কে অবস্থান নেয়। বেবী সপের সামনে আসা মাত্র তাদের রিক্সার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে রিপনকে হত্যা ও বিপুল এবং মুস্তাককে আহত করে।

খড়কি এলাকার কালু মিয়া জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে ডিকু বাহিনীর সন্ত্রাসীরা মুস্তাক ও রিপনকে হত্যার হুমকি দিয়ে আসছিলো। তারই জের ধরে এদিন পূর্ব পরিকল্পনা মতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানিয়েছেন, প্রচুর রক্তক্ষরণে রিপন মারা গেছেন।

এই ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল জুয়েল ইমরান জানিয়েছেন, রিপন নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু হয়েছে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে হাইকোর্টের নির্দেশে ক্ষুব্ধ মন্ত্রী, যাবেন আপিলে

ঢাকা অফিস: দেশের অধিকাংশ এলাকার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে...

আরো কমলো সোনার দাম

ঢাকা অফিস: চরম অস্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে সোনার বাজারে। চলতি...

কাল যশোরসহ ২৭ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ঢাকা অফিস: সারাদেশে চলমান তাপপ্রবাহের কারণে আগামীকাল মঙ্গলবার (৩০...

চৌগাছায় তীব্র গরমে ছাতা, জুস ও পানি নিয়ে শ্রমিক ও ভ্যান চালকদের পাশে ছাত্রলীগ নেতা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় তীব্র গরমে ভ্যান চালক,...