যশোরের রাজপথ যুবলীগের দখলে, মাঠে নেই বিএনপি

রবিবার সকাল সন্ধ্যা হরতাল ডাকলেও যশোরের রাজপথে নেই বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে হরতালবিরোধী মিছিল নিয়ে সকাল থেকেই রাজপথ দখল করে নিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। এর আগে, শনিবার (২৮ অক্টোরব) বিকালেও এক দফা তারা শহরে হরতালবিরোধী মিছিল করেন। আর রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই ফের মিছিলে মিছিলে প্রকম্পিত করে তুলেছেন যশোর শহর।

যশোরে বাস্তবায়ন হবে না হরতাল, নাশকতা করলে প্রতিহত করা হবে

সরেজমিন শহরের দঁড়াটানা, চৌরাস্তা, জজ কোর্ট মোড়, মনিহার, চারখাম্বারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতো যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও পিকেটিং এর দৃশ্য চোখে পড়েনি। তবে বেলা ১১ টার পর পরই শহরের রাজপথে নামেন যুবলীগের নেতাকর্মীরা। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগনেতা আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করেন। মিছিলটি বঙ্গবন্ধুর ম্যুরাল, দড়াটানা হয়ে শহরের বড়বাজার মধ্য দিয়ে চৌরাস্তা হয়ে ফের দঁড়াটানায় যায়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

যশোরে বাস্তবায়ন হবে না হরতাল, নাশকতা করলে প্রতিহত করা হবে

আনোয়ার হোসেন বিপুল বলেন, আমরা বিএনপি-জামায়াতের হরতালের নামে নৈরাজ্যের প্রতিবাদে রাস্তায় নেমেছি। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা দিতে আমরা রাজপথে থাকবো। ২০১৪ সালে নির্বাচনের আগে তারা জ্বালাও পড়াও করে আগুন-সন্ত্রাস চালিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে। এবারও তারা এমন দেশবিরোধী তৎপরতায় লিপ্ত। তাদের রাজপথে নামতেই দেয়া হবে না। হরতালের নামে, গণতান্ত্রিক অধিকারের নামে সাধারণ মানুষের ও ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো তৎপরতা তাদের করতে দেয়া হবে না। যে কোনো মূল্যে আমরা তাদের প্রতিহত করবো।

হরতালবিরোধী মিছিলে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক তৌফিকুর রহমান শাপলা, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, আহসানুল করিম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, যুবলীগ নেতা তছিকুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, ছাত্রলীগ নেতা গাজী রাইয়ান মৌমন, শফিকুল ইসলাম শফিক, তৌফিক রাব্বি বর্ষণ প্রমুখ।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

অনুমোদন পেলো দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি

ঢাকা অফিস: নতুন অর্থবছরের (২০২৪-২৫) জন্য দুই লাখ ৬৫...

একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই

ঢাকা অফিস: চলতি বছরের একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির জন্য...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি ঘোষণা

ঢাকা অফিস: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সময়সীমা শেষ হওয়ায় ভারত থেকে চাল আমদানি...