রাজপথে যুবলীগ, বিএনপি-জামায়াতকে কঠোর হুঁশিয়ারি

দেশব্যাপী বিএনপি-জামায়াতের লাগাতার অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে নারায়ণগঞ্জে রাজপথে নেমেছে মহানগর আওয়ামী যুবলীগ। শান্তি সমাবেশ ও মিছিল করেছেন যুবলীগের নেতারা।

বুধবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে বিএনপি-জামায়াতকে কঠোর হুঁশিয়ারি দেন যুবলীগের নেতারা।

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শান্তি সমাবেশে বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা।

বক্তারা বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য ও চোরাগুপ্তা হামলা প্রতিহত করতে এবং জনগণের জান-মাল রক্ষায় যুবলীগ দিন-রাত রাজপথে পাহারায় থাকার কথা জানান। সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে রাজপথে থেকে বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণাও দেন তারা।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল বলেন, যারা আগুন দিয়ে গাড়ি পোড়াবে তাদের হাত আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না।

বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি মনে করেন রাতের আঁধারে চোরাগুপ্তা হামলা করে শেখ হাসিনার সরকারের পতন ঘটাবেন তাহলে আপনারা বোকার রাজ্যে বাস করছেন। দেশে সুষ্ঠুভাবেই নির্বাচন হবে। জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে। কে পাশ করল, কে পাশ করল না তাতে শেখ হাসিনার সরকারের কিছু যায় আসে না। কেউ যদি একটি গাড়ি ভাঙার চেষ্টা করে তাদের ঘর ভেঙ্গে দেয়া হবে। একটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করলে তাদের হাত ভেঙ্গে দেয়া হবে। তাদের সন্ত্রাস ও সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো।

শান্তি সমাবেশে যুবলীগ ছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে যুবলীগের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

১৫৭ উপজেলায় তিনদিন মোটরসাইকেল চলাচল নিষেধ

ঢাকা অফিস: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ...

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬ প্রার্থী

ঢাকা অফিস: সহকারী শিক্ষক নিয়োগ ২য় ধাপের চূড়ান্ত ফল...

বিএনপির আরো ৫২ নেতাকে বহিষ্কার

ঢাকা অফিস: বিএনপির আরো ৫২ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।...

‘বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়’

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে বিএনপি...