যশোরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

যশোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে র‌্যালির উদ্বোধন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ।

শহীদ শেখ মণি থেকে শেখ পরশ: আওয়ামী যুবলীগের এগিয়ে চলা

র‌্যালিটি দড়াটানা, চিত্রামোড়, বড়বাজারসহ বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। তারপর বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।

এ সময় কাজী নাবিল আহমেদ বলেন, যুবলীগ যুবকদের সংগঠন। বিভিন্ন শ্রেণিপেশার যুবকেরা যুবলীগের রাজনীতির মাধ্যমে সুসংগঠিত। আওয়ামী লীগের পতাকাতলে তারা ঐক্যবদ্ধ। যুবলীগ থেকে অনেকে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফরমে আসার সুযোগ পেয়েছেন। দেশের নেতৃত্বে ভূমিকা রেখেছেন। তাই বর্তমান প্রজন্মকে হৃদয়ে ধারণ করে যুবলীগ করতে হবে। সহসী অবস্থান নিয়ে রাজপথে থাকতে হবে। শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অংশ নিতে হবে। মানবিক গুণাবলি সম্পন্ন নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য যুবলীগের সকল স্তরের নেতাকর্মীদের রাজপথে থাকে সাহসী ভূমিকা রাখার শপথ নিতে হবে। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেই শপথ নিয়ে বাড়ি ফেরার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে খয়রাত হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান হোসেন, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, ত্রাণ সম্পাদক কাজী তৌফিকুর রহমান শাপলা, শিক্ষা ও পাঠাগার সম্পাদক আলাউদ্দিন মুকুল, অর্থ সম্পাদক ফিরোজ আলম, শহর আওয়ামী লীগ নেতা শাহাজান কবির শিপলু, সদর উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম মাজহার, ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, মাহবুবুর রহমান বিদ্যুৎ, শরীফ এ মাসউদ হিমেল, সাবেক উপ-শিক্ষা সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুর রহমান সাগর প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় আওয়ামী যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ।

পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সাতটি জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৪ সালের প্রথম জাতীয় কংগ্রেসে শেখ ফজলুল হক মনি চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৮ সালে দ্বিতীয় কংগ্রেসে আমির হোসেন আমু চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন মোস্তফা মহসীন মন্টু। ১৯৯৬ সালের চতুর্থ জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলুল করিম সেলিম। ২০০৩ সালের পঞ্চম কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন জাহাঙ্গীর কবির নানক। এ কমিটি ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে।

২০১২ সালে অনুষ্ঠিত হয় সংগঠনটির ষষ্ঠ জাতীয় কংগ্রেস। এ কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হন শেখ পরশ। তার সঙ্গে সাধারণ সম্পাদক হন মাইনুল হোসেন খান নিখিল। এখন পর্যন্ত তাদের নেতৃত্বেই এগিয়ে চলছে সংগঠনটি।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (২ মে)...

যশোরে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: যশোরে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ১৩৮তম মহান...

কাল সারাদেশের স্কুল-কলেজ বন্ধ

ঢাকা অফিস: হাইকোর্টের নির্দেশনা মেনে আগামীকাল বৃহস্পতিবার (২ মে)...

যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...