চৌগাছা থেকে খোয়া যাওয়া মোটরসাইকেল উদ্ধার, চোরচ‌ক্রের দুই সদস্য ধরা

যশোরের চৌগাছা থেকে খোয়া যাওয়া একটি ডিসকোভার-১৩৫ মোটরসাইকেলসহ বেওয়ারিশ অন্য একটি হোন্ডা লিভো মডেলের মোটরসাইকেল রাজবাড়ী জেলার কালুখালি উপজেলা থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্য ফারুক হোসেন (৩৮) ও বায়েজিদ হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে চৌগাছা থানায় মামলা হয়েছে।

গ্রেফতার ফারুক রাজবাড়ী জেলার কালুখালির মশুরিয়া এবং বায়েজিদ চৌগাছার মুক্তদহ গ্রামের বাসিন্দা।

শনিবার (১৮ নভেম্বর) ভোররাতে মোটরসাইকেল দুইটি উদ্ধার ও ফারুককে গ্রেফতার করে চৌগাছা থানা পুলিশের একটি দল।

শনিবার দুপুর ২টার দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তানিম ইসলাম বলেন, ১৪ নভেম্বর চৌগাছা শহরের কাপুড়িয়া পট্টির ঝলক বস্ত্র বিতানের সামনে মোটরসাইকেল রেখে ২য় তলায় উঠেন ডিসকোভার-১৩৫ মডেলের বাইকটির মালিক। কিছুক্ষণ পরে নিচে নেমে দেখেন তার বাইকটি সেখানে নেই। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ও সহায়তায় সেখানে থাকা চৌগাছার পাতিবিলা ইউনিয়নের মুক্তদহ গ্রামের বায়েজিদকে সন্দেহভাজন হিসেবে আটক করে চৌগাছা থানায় সোপর্দ ও লিখিত অভিযোগ দেন।

অভিযোগ তদন্তে পুলিশের জিজ্ঞাসাবাদে বায়েজিদ স্বীকারোক্তি দেয় মোটরসাইকেলটি চুরি করে রাজবাড়ী জেলার কালুখালি থানার মশুরিয়া গ্রামের ফারুক হোসেনের কাছে বিক্রি করে দিয়েছে। শনিবার ভোররাতে চৌগাছা থানার এসআই তানিম ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে ডিসকোভার মোটরসাইকেলটিসহ ফারুককে গ্রেফতার করে। এসময় সেখানে বেওয়ারিশ হিসেবে খুলনা মেট্রো-হ-১২-৮৯৩২ নম্বর রেজিষ্ট্রেশনের হোন্ডা লিভো মডেলের আরেকটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। দুইটি মোটরসাইকেল বর্তমানে চৌগাছা থানায় রয়েছে।

মামলার তদন্তকারী ও আভিযানিক দলের প্রধান চৌগাছা থানার এসআই তানিম ইসলাম বলেন, বেওয়ারিশ মোটরসাইকলটি তারা কোথা থেকে চুরি করেছে এবিষয়ে কোন তথ্য এখনো চোরেরা দেয়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। চোরদের গ্রেফতার দেখানো হয়েছে। হোন্ডা লিভো মডেলের বাইকটি যার বা যাদের উপযুক্ত প্রমাণসহ তার বা তাদের চৌগাছা থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

তিনি আরো বলেন, এসব অপরাধীদের কোনো ছাড় নেই। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চুরি, ছিনতাইকারী, মাদককারবারীসহ সামাজিক এসব অপরাধীদের বিরুদ্ধে চৌগাছা থানা পুলিশ জিরো টলারেন্সে আছে ও থাকবে বলেও জানান ওসি ইকবাল বাহার চৌধুরী।

এদিকে মাত্র তিনদিনের মাথায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করায় চৌগাছা থানা পুলিশের ওসি ইকবাল বাহার চৌধুরীসহ পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন চৌগাছা বাজারের ব্যবসায়ীরা। তারা বলছেন, দীর্ঘদিন ধরে চোরচক্র চৌগাছা বাজারসহ বিভিন্ন স্থান থেকে এভাবে মোটরসাইকেলসহ বিভিন্ন চুরি সংগঠিত করে আসছে। এবার মাত্র তিনদিনে মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেফতারে চুরি কিছুটা হলেও কমে যাবে। পুলিশ এভাবে সক্রিয় থাকলে চোরচক্রের মূলউৎপাটন সম্ভব হবে বলেও তারা জানান।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

‘উচ্চ থেকে নিম্ন আদালত পর্যন্ত বিনামূল্যে আইনগত সহায়তা দিচ্ছে সরকার’

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট থেকে নিম্ন আদালত পর্যন্ত সাধারণ...

যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন কাজী নাবিল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

‘দেশে কোরবা‌নির পশুর ঘাটতি নেই

ঢাকা অফিস: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান জানিয়েছেন,...

যশোরসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ঢাকা অফিস: তীব্র তাপপ্রবাহের কারণে যশোরসহ দেশের পাঁচটি জেলার...