মাগুরা মুক্ত দিবস পালিত

লিটন ঘোষ জয়, মাগুরা: জেলায় যথাযথ মর্যাদায় মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পরে একই স্থানে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকা উত্তোলন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে শহরে একটি র‌্যালি বের হয়। এছাড়া সন্ধ্যা ৬ টায় শহরের চৌরঙ্গী মোড়ে ব্লাক আউট ও সরকারি দফতর, ভায়না মোড়সহ প্রধান প্রধান সড়কে মোমবাতি প্রজ্জলন করার আয়োজন করা হয়েছে।

উল্লেখ, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় মাগুরা। পাক বাহিনীর বিরুদ্ধে তৎকালীন মাগুরা মহকুমায় ব্যাপক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সর্বদলীয় সংগ্রাম পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

মাগুরা সিদ্ধেশ্বরী মায়ের মঠ ও মন্দির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরা শহরের নবগঙ্গা নদীর উপকণ্ঠে...

মাগুরায় বিশ্ব মা দিবস পালিত

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় বিশ্ব মা দিবস পালিত...

মাগুরা সদরে ওসমান ও শ্রীপুরে রাজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরার দুইটি উপজেলা পরিষদের প্রথম...