যশোরে মাসুদ রানা হত্যা মামলার আসামি রাজু রিমান্ডে

যশোরে কাঠ ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলার আসামি রাজু আহম্মেদকে একদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২২ অক্টোবর) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই রিমান্ড মঞ্জুর করেন।

আসামি রাজু আহম্মেদ অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের আলী আকবরের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের বসুন্দিয়া গাইদগাছি গ্রামে মাসুদ রানা কাঠের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। একই এলাকার জুলফিকার আলীর বিরুদ্ধে কিছুদিন আগে অভয়নগর উপজেলার বনগ্রাম সুপারি বাগান জামে মসজিদের গ্রিল চুরির অপবাদ দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে জুলফিকার আলীকে তার শ্বশুর বাড়ি যেতে নিষেধ করে আসামিরা। গত ২৩ আগস্ট রাতে মাসুদের বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে জুলফিকার। এরপরে মাসুদ, ইসরাফিল, সজিব, সুমন ও মইনকে সাথে নিয়ে তার শ্বশুর বাড়ি যায় জুলফিকার। এই সংবাদ জানতে পেরে আসামিরা জুলফিকার আলীর শ্বশুর বাড়িতে হামলা করে। এ সময় মাসুদসহ কয়েকজনকে মারপিট করে গুরুতর জখম করে। এরপর আসামিরা পরিকল্পিতভাবে তাদের হাসপাতালে নেয়ার কথা বলে জুলফিকারের বাড়ি থেকে ভ্যানে নিয়ে বনগ্রামের কাটাখাল মোড়ে নামিয়ে রাখে। সেখানে আসামিরা মাসুদের মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে সংবাদ পেয়ে মাসুদের পরিবার ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় নিহত মাসুদের মা যশোর সদরের কেফায়েতনগর গ্রামের খাদিজা পারভীন ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার এড়াতে আসামি বাবু, মুরাদ ও পিন্টু আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছিলেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ আসামি রাজু কয়েকদিন আগে আদালতে আত্মসমর্পণ করে। তাকেও রবিবার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

মাদারীপুরে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি, মাদারীপুর: জেলার ফখিরা এলাকায় থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে...

‘উচ্চ থেকে নিম্ন আদালত পর্যন্ত বিনামূল্যে আইনগত সহায়তা দিচ্ছে সরকার’

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট থেকে নিম্ন আদালত পর্যন্ত সাধারণ...

যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন কাজী নাবিল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

দেশে হিট স্ট্রোকে ৭ জনের মৃত্যু

ঢাকা অফিস: তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন মানুষ।...