সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার জানাজায় মানুষের ঢল

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নিজ জেলা শহরে দ্বিতীয় দফা জানাজায় মানুষের ঢল নামে।

রবিবার (২২ অক্টোবর) পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে চার লেন সড়কে জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদেরের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন বরিশাল বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, বিভিন্ন জেলা আওয়ামী লীগের নেতা ও অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের জনসাধারণের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া আর নেই, পটুয়াখালীতে শোকের ছায়া

পরে পটুয়াখালী পৌর করবস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় এই বরেণ্য রাজনীতিবিদকে। এর আগে তার দীর্ঘদিনের কর্মস্থল জেলা আইনজীবী সমিতিতে নেয়া হয় মরদেহ।

শনিবার সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ঐদিন বিকেলে জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে শাহজাহান মিয়ার মরদেহ নিয়ে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে পটুয়াখালী নিয়ে আসা হয়।

শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। শাহজাহান মিয়া ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ধর্ম প্রতিমন্ত্রী থাকা কালে সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনায় এশিয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। তিনি পেশায় একজন আইনজীবী। ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

পটুয়াখালীতে মাদরাসার অধ্যক্ষের হামলায় সহকারী অধ্যাপক আহত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলা সদর উপজেলাধীন পূর্ব বাদুড়াা আলিম...

পটুয়াখালী জলবায়ু পরিবর্তন প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তন...

পটুয়াখালীতে কৃষকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলাতে অবৈধভাবে বালি কাটা বন্ধের দাবিতে...

পটুয়াখালী ৫নং ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যানকে সংর্বধনা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার সদর উপজেলার ৫নং কমলাপুর ইউনিয়ন...