নৈতিকতা বর্জিতদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিদায় দেয়া ভালো

যশোরের শার্শার শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি ও নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন ও ঝাঁড়ু মিছিল করা হয়েছে।

রবিবার (১ অক্টোবর) সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ শাড়াতলা বাজার ও বিদ্যালয়ের সামনে তার উপযুক্ত শাস্তির দাবিতে বিভিন্ন প্লাকার্ড হাতে মানববন্ধন এবং ঝাঁড়ু মিছিল করেন।

এ বিষয়ে নির্বাহী অফিসারের নির্দেশে ১ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সরেজমিন অভিযোগ যান।

তদন্তকালে অভিযুক্ত সুমন উপস্থিত সকলের সামনে অসংলগ্ন আচরণ করলে পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে পুলিশ তাকে আটক করে।

ছাত্রীকে শিক্ষক কর্তৃক যৌন হয়রানির অভিযোগ প্রায় শোনা যায়। এবার দফতরির বিরুদ্ধে এই অভিযোগ উঠলো। গ্রামে একটি প্রবাদ আছে। তাহলো মৌসুমের প্রথমে প্রবল বৃষ্টির পর স্রোতের বিপরীতে বিভিন্ন প্রজাতির মাছ ওঠে। একে ‘উজো ওঠা’ বলে। মাছের উজো ওঠা দেখে বেঙরও শখ জাগলো সেও একটু উজান স্রোতে ওঠবে। কিন্ত সে শক্তি তার নেই বলে স্রোতের টানে ভেসে যায়। শাড়াতলা প্রাথমিক বিদ্যালয়ের দফতরির সেই অবস্থা হয়েছে।

এক শ্রেণির নৈতিকতা বর্জিত শিক্ষকদের ছাত্রীদের সাথে প্রতিকারহীন অসামাজিক আচরণ দেখে তারও খায়েশ জাগে। বিষ্ময়কর ব্যাপার হলো এ পর্যন্ত কোনো শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা শোনা যায়নি। এতে অপরাধীরা ঘৃণিত অপরাধটি করতে উৎসাহিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা কোথায় তা প্রতিষ্ঠান কর্তৃপক্ষই বলতে পারবে।

অভিভাবকরা নিজের আদরের সন্তানটিকে শিক্ষা-দিক্ষায় মানুষ করার জন্য বিদ্যালয়ে পাঠান। দিনের বেশি ভাগ সময় ওই শিক্ষার্থী তার শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে। আর অভিভাবকরা নিশ্চিন্তে থাকেন বাড়িতে বা কর্মে। কিন্তু মেয়ে শিক্ষার্থীরা অমানুষের কুনজরে পড়ে তাহলে অভিভাবকদের স্বপ্ন ভেঙে যাচ্ছে।

শিক্ষপ্রতিষ্ঠান মানুষ গড়ার কারখানা। কিন্তু এই সুনাম মনে হয় বেশি দিন থাকবে না। কারণ এক শ্রেণির শিক্ষক ও শেষমেষ পিওন-দারোয়ান ন্যায় নীতি পদদলিত করে চলেছেন। তারা পেশায় এসে এ অঙ্গনকে অপবিত্র করে তুলেছেন। তাদেরকে এ অঙ্গন থেকে যতো তাড়াতাড়ি সম্ভব বিদায় করে দেয়া ভালো।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা মানুষের মাঝে অনাবিল শান্তি এনেছে

সম্পাদকীয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামের অর্থনীতি পাল্টে গেছে।...

নারী নির্যাতনের একি পাশবিক চিত্র!

সম্পাদকীয়: বাগেরহাটের মোংলায় কেটলির গরম পানি নিক্ষেপ করে মুন্নি...

আদালত অঙ্গন থেকে টাউট উচ্ছেদ অভিযান অভিনন্দিত

সম্পদাকীয়: যশোরের আদালত অঙ্গন টাউটমুক্ত করার শুভ উদ্যোগ নেয়া...

মসজিদ তহবিলের সাড়ে সাত লাখ টাকা আত্মসাত!

সম্পদকীয়: ধর্ম-কর্মের নাম নেই মসজিদ কমিটির সদস্য হবার জন্য...