কুষ্টিয়ার ৪ আসনে সাবেক এমপি আব্দুর রউফসহ ১৭ জনের মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের শেষ দিনে কুষ্টিয়ায় মোট ৪টি সংসদীয় আসনে সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফসহ ১৭ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা।

কুষ্টিয়া সদর আসনের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কুষ্টিয়ার মিরপুর ভেড়ামারা আসনে জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রার্থীতা গৃহিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজা নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র যাছাই-বাছাই শুরু করেন। প্রত্যেকটি আসনের জন্য আধাঘণ্টা সময় নিয়ে যাছাই-বাছাই চলে দুপুর ১টা পর্যন্ত।

কুষ্টিয়া-১ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনে মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কুষ্টিয়া-৩ সদর আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফসহ ৩ জনের প্রার্থীতা বাতিল হয়েছে।

এতে মোট ৪টি সংসদীয় আসনে দাখিল করা ৪৬ জন প্রার্থীর মধ্যে ২৯ জনের প্রার্থীতা টিকে থাকলো।

জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা এহেতেশাম রেজা বলেন, নিয়ম অনুযায়ী ঋণ খেলাপী, আয়কর রিটার্ন দাখিল, লাভজনক চাকরিসহ বিভিন্ন সমস্যা থাকায় বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ সমর্থকের তথ্য সঠিক না থাকায় কয়েকজন প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে।

প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রার্থীরা আগামীকাল মঙ্গলবার সকাল থেকে কমিশনের কাছে প্রার্থীতা ফিরে পাবার আবেদন করতে পারবেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কুষ্টিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

কুষ্টিয়ায় পিস্তল ও গুলিসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকায় মাদক...

কুষ্টিয়ায় গড়াই ন‌দে ডু‌বে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদে গোসল...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার নাফিস আহমেদ তুষার নামে এক...