মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় মজিবুর রহমান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

মজিবুর রহমান (৬২) উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

শুক্রবার (১ ডিসেম্বর) উপজেলার রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে জেলার সদর উপজেলার লক্ষীনারায়নপুর এলাকার তানভীরসহ (২০) দুইজন মোটরসাইকেল আরোহী নিয়ে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে বেপরোয়া গতির মোটরসাইকেলটি সন্ধ্যার দিকে রামপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে পেছন থেকে মোটরসাইকেল পথচারী মজিবুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেল চালক তানভীর ও আরোহী রাব্বিকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তন্তর করা হয়েছে। পরে মোটরসাইকেল আরোহী ইউসুফকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

অনিয়মের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন, জুতা মিছিল

জেলা প্রতিনিধি, নোয়াখালী: কেন্দ্র থেকে সকল এজেন্টকে বের করে...

নোয়াখালীতে জাল ভোট: ৬ নির্বাচন কর্মকর্তা আটক, দুইজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে জাল...

রাত পোহালেই নোয়াখালীর তিন উপজেলায় ভোট

জেলা প্রতিনিধি, নোয়াখালী: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে...

সেনবাগে প্রতিপক্ষ প্রার্থীর এজেন্টদের হত্যার হুমকি, কেন্দ্রে যেতে নিষেধ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস...