কাউনিয়ায় মাদরাসায় পাতানো নিয়োগ পরীক্ষার আয়োজন

রংপুরের কাউনিয়া উপজেলার রাসুলপুর মোজাহাড়ীয়া দাখিল মাদরাসায় গবেষণাগার ও ল্যাব সহকারী পদে এক প্রার্থীর কাছে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে পাতানো নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) মাদরাসা হলরুমে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

নিয়োগ পরীক্ষায় মাদরাসা অধিদফতরের ডিজি প্রতিনিধি, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও কমিটির লোকজন উপস্থিত থাকবেন বলেন জানা গেছে। যেই মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম মিঠুকে নিয়ে এত আয়োজন তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। এ নিয়ে স্থানীয়ভাবে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এদিকে ওই মাদরাসায় গবেষণাগার ও ল্যাব সহকারী পদে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অবৈধভাবে নিয়োগের পাঁয়তারার অভিযোগ তুলে সুপার ও কমিটির সভাপতি মনোনীত প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়া বাতিল করার দাবি করেছেন মনজু খাতুন নামের এক প্রার্থী। তিনি ছাড়াও মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য রুহুল আমিন, আব্দুল মালেক, এনামুল হক ও এলাকাবাসী দুলাল মিয়া, গোলজার হোসেন ও স্থানীয় এলাকাবাসী একই দাবিতে মাদরাসা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), রংপুরের জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার ও বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার রাসুলপুর মোজাহাড়ীয়া দাখিল মাদরাসায় গবেষণাগার ও ল্যাব সহকারী পদ প্রার্থীর কাছে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে পাতানো নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছে। শুক্রবার ওই পরীক্ষা হবে বলে জানা গেছে। এর আগে গত ২৬ জুলাই দৈনিক মানবজমিন পত্রিকায় রাসুলপুর মোজাহাড়ীয়া দাখিল মাদরাসায় গবেষনাগার ও ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আলোকে উক্ত পদের জন্য সাতজন আবেদন করেন। যাচাই বাছাইয়ে একজনের আবেদন পত্র বাতিল হয়ে যায়। এরমধ্যে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি তার ছেলে, মেয়ে ও জামাইকে এবং ম্যানেজিং কমিটি অভিভাবক সদস্য তার ছেলেকে উক্ত পদের জন্য আবেদন পত্র জমা করেন। কিন্তু ছয়জন প্রার্থীদের আবেদন চূড়ান্ত করার সময় ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে আলোচনায় আসে ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের ছেলে মনিরুল ইসলাম মিঠুকে নিয়োগ দিলে মাদরাসার পরিবেশ নষ্ট হবে বলে আলোচনায় উঠে আসে। কিন্তু উক্ত মাদরাসার সুপার এবং সভাপতি কাহারো কথায় কর্নপাত না করে সভা শেষ করে চলে যান। পরর্বতীতে সভাপতির যোগসাজসে মাদরাসার সুপার শামসুল ইসলাম সরকার অনিয়ম ও অবৈধ পন্থায় নিয়োগের সমস্ত কাগজপত্র তৈরি করে ফেলেন। মাদরাসার সুপার কমিটির সভা শুরু আগে কোনো প্রকার আলোচনা ছাড়া সকলের স্বাক্ষর গ্রহণ করেন। নিজেদের অনুগত কমিটির দাতা সদস্য আব্দুল হামিদ মিয়াকে সভাপতি করে নাম মাত্র নিয়োগ কমিটি গঠন করা হয়েছে।

লিখিত অভিযোগে আরো জানা গেছে, নিয়োগ কমিটির কোনো সদস্যে নিকট আত্মীয়ের কেউ প্রার্থী থাকলে নিয়োগ কমিটিতে সুপার থাকতে পারবে না বলে জানিয়েছিলেন। অথচ বর্তমানে মোটা অংকের আর্থিক সুবিধা ও ফার্নিচারের বিনিময়ে পাতানো নিয়োগ পরীক্ষার আয়োজন করেছেন। নিজেদের অনুগত নামমাত্র নিয়োগ কমিটি দিয়ে সরকারি নীতিমালাকে উপক্ষো করে অবৈধ পন্থায় গবেষনাগার ল্যাব সহকারী পদে ম্যানেজিং কমিটির সভাপতির ছেলেকে নিয়োগ দেয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা উপরোক্ত বিষয়দি তদন্ত সাপেক্ষে স্বচ্চ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবেদন করেছেন। একই সাথে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি করেছেন।

এ বিষয়ে মাদরাসার সুপার শামসুল ইসলাম সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

তবে নিয়োগ কমিটির সভাপতি আব্দুল হামিদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

প্রবাসী স্বামীর দুই কোটি টাকা আত্নসাৎ, পরকীয়া প্রেমিক কারাগারে

রংপুর ব্যুরো: রংপুরে বিয়ের নামে প্রতারণা করে প্রবাসী স্বামীর...

শাশুড়ির সোনার গহনা ও নগদ অর্থ চুরি, জামিনে বেরিয়ে প্রাণনাশের হুমকি

রংপুর ব্যুরো: রংপুরের মাহিগঞ্জ ডিমলা কানুনগোটলা এলাকায় শাশুড়ির বাসা...

যশোরের তিন উপজেলায় ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: যশোরে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে তিনটি...

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর ব্যুরো: সারাদেশের মতো রংপুর নগরীসহ জেলার কাউনিয়া ও...