চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বৃষ্টির জন্য নামাজ আদায়

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রীস্মের তাপদাহ ও খরায় পুড়ছে এ অঞ্চলের মানুষ। প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। পানির অভাবে ফসলের ক্ষেত ফেঁটে চৌঁচির হয়ে পড়ছে। পানির অভাবে সর্বত্র হাহাকার।
এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা দারুস সালাম মাঠে বুধবার (২৪ এপ্রিল) বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসলমান।
জেলার আলমডাঙ্গা ফাউন্ডেশনের সভাপতি ডা: শাফায়েতুল ইসলাম হিরো সভাপতিত্ব করেন।
ইস্তিস্কার নামাজে ইমামতি করেন আলমডাঙ্গা কাছারী মসজিদের খতিব আওলানা আব্দুল কাদের।
নামাজে আরো আলোচনা রাখেন, আলমডাঙ্গা হাইরোড মসজিদের খতিব মাওলানা জুলফিকার ও হাফেজ মোরশেদ আলী। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বুধবার চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসও বাতাশের আর্দ্রতা ২১ শতাংশ। মঙ্গলবার তাপমাত্রা ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রী রেকর্ড করা হয়, এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৩৯ শতাংশ। এদিন বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ১৬ শতাংশ ও দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস,বতাসের আর্দ্রতা ছিলো ২৫ শতাংশ এবং সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৭১ শতাংশ। রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস,এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ২৯ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস,ওই সময় বাতাসের আর্দ্রতা ছিলো ১৮ শতাংশ ও বেলা ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ২০ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৬৮ শতাংশ।
উল্লেখ্য মঙ্গলবার চুয়াডাঙ্গায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে কিছুটা স্বস্তি নেমে আসে।  আবহওয়া অফিস সুত্রে জানা যায়, ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা আজ রবিবার...

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে ৭ পরিবার নিঃস্ব, ক্ষতি ২৩ লাখ টাকা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের...

চুয়াডাঙ্গায় ২০ বিঘা জমির পানের বরজ ও কলাবাগান ভস্মীভূত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের দুয়ারপাড়ার...

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: পর পর দুইদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা...