বাগেরহাটে কলেজিয়েট স্কুলের অধ্যক্ষের বাস ভবনে হামলা ও ভাঙচুর

আজাদুল হক, বাগেরহাট: জেলার বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষের বাস ভবনে রাতে আবারো দূবৃর্ত্তরা হামলা ও ভাংচুর করেছে।

সোমবার গভীর রাতে শহরের হরিণখানা এলাকায় অধ্যক্ষের বাস ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে ভবনের কয়েকটি জানালার গ্লাস ভেঙ্গে ফেলে। রাতেই খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ওই বাসভবন পরিদর্শন করেছে। এ ঘটনায় অধ্যক্ষ ফারহানা আক্তার বাগেরহাট মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। অধ্যক্ষ ফারহানা আক্তার জানান. রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত দুইটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়।

ঘুম থেকে উঠে দেখি জানালার গ্লাস ভাঙ্গা এবং গ্লাসের ওপর ইট পাটকেল নিক্ষেপ করছে। পরে ডাকচিৎকার করলে দুইজন ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে জানালার গ্লাস ভাংচুর দেখতে পায়। অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান তিনি। এর আগে কয়েকবার জানালার গ্লাস,বিদ্যুৎতের লাইন,টিউবয়েলের ক্ষতি করে আসছে কিছু লোকজন।

প্রতিটা ঘটনাই পুলিশ প্রশাসন কে জানানো হয়। এরপরও দুবৃর্ত্তরা নিয়ন্ত্রীত হচ্ছে না। বাগেরহাট শহরে এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় পড়েছি। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার (ওসি) সাইদুর রহমান বলেন, মুঠোফোনে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশাকরি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সাতক্ষীরায় পা‌নিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার কলারোয়ায় পানিতে ডুবে খাদিজা খাতুন...

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদের...

মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

জেলা প্রতিনিধি, মেহেরপুর: জেলার সদর উপজেলার গোভিপুর গ্রামে সালেহা...

যশোরে নারীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামে কামনা...