বিএনপি সমাবেশের নামে নাশকতা করলে ছাড় দেয়া হবে না: কুষ্টিয়ায় হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি যে মহাসমাবেশ ডেকেছে তাতে কোনো শঙ্কা নেই তারা সমাবেশ করবে এবং সমাবেশ শেষে বাড়ি ফিরে যাবে এখানে কোনো সমস্যা নেই।

হানিফ বলেন, যেকোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির প্রতি আমাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নাম করে যদি অশান্তি সৃষ্টি করা হয় কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করে জনজীবনকে বিপর্যস্ত করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে সরকার কঠোর হস্তেই দমন করবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।

হানিফ আরো বলেন, আওয়ামী লীগ সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছে সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে এই সরকারই থাকবে এবং এই সরকারের অধীনেই নির্বাচন হবে। দেশ থেকে পালিয়ে যাওয়া ইতিহাস কিন্তু আওয়ামী লীগের নাই বিএনপির আছে। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কিন্তু এখনো পালিয়ে আছে। এদেশ থেকে মুচলিকা দিয়ে রাজনীতি থেকে চলে গেছে। যে দলের শীর্ষ নেতা মুচলিকা দিয়ে রাজনীতি ছেড়ে পালিয়ে থাকে সেই দলের নেতাকর্মীদের অন্যদলকে পালিয়ে যাওয়ার হুমকি ধামকি দেয়া এগুলো খুবই হাস্যকর এবং বেমানান।

আন্দোলন করে সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই: হানিফ

আওয়ামী লীগ নেতাকর্মীরা সব সময় মাঠে আছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, বিএনপির এই মহাসমাবেশে বিদেশি বিশেষ একটি গোষ্ঠীর ইন্ধন আছে। তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ জনগণ আওয়ামী লীগের সাথে আছে। এর আগেও বিএনপি সরকার পতনের আন্দোলন করেছে। সেই ১০ ডিসেম্বর পার হয়ে গেছে। তারা বলেছিলো, ১৮ অক্টোবরের মধ্যে সরকার পতন না হলে হাতে চুরি পরবেন। তাদের এইসব কথাবার্তা নিয়ে দেশবাসীও ভাবে না আওয়ামী লীগও ভাবে না। বিএনপি নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য মিথ্যা আশ্বাস দেয়। মিথ্যাচার করে নিজ দলীয় নেতাকর্মীদের সাথেও তারা প্রতারণা করে আসছে। মিথ্যা প্রলোভন দিয়ে এবার তাদের ঢাকায় নিয়ে যাচ্ছে আসলে ফলাফল শুণ্য।

হানিফ আরো বলেন, কোনো কিছুতেই আওয়ামী লীগ শঙ্খিত নয়। যতোক্ষণ পর্যন্ত এই দেশের জনগণ আওয়ামী লীগের পাশে আছে। জনগণের সমর্থন যতোক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আছে ততোক্ষণ পর্যন্ত দেশী-বিদেশি কোনো শক্তি আওয়ামী লীগকে সরাতে পারবে না।

দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারবেনা: হানিফ

মঙ্গলবার (২৪ অক্টোবর) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস: যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক দেখে বিএনপির মাথাটা...

কুষ্টিয়ায় শ্যালককে কুপিয়ে হত্যা করলো ভগ্নিপতি

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার কুমারখালীতে পূর্বশত্রুতার জেরে ধান কাটাকে কেন্দ্র...

শিক্ষার্থীরা ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন চিকিৎসা অনুদান, আবেদন যেভাবে

ঢাকা অফিস: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী...

তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেলো ৭ জনের

তিন জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে)...