চুয়াডাঙ্গায় স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন

‘শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ, সব শিশু দুধ পাবে অনায়াসে’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক ফিডিংয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শেখ মশিউর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে ২১৮ জন ছাত্র-ছাত্রীর হাতে দুধের প্যাকেট তুলে দিয়ে মিল্ক ফিডিং উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুইয়া।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদফতর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু, জেলা ছাগল উন্নয়ন খামারের দায়িত্বরত প্রাণিসম্পদ কর্মকর্তা আরমান আলী, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আবুল কাশেম।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১৮ জন, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১৮ জন, দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯৮ জন ও জীবননগর উপজেলার সিংনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৩ জন ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় চলাকালীন এক প্যাকেট করে দুধ দেয়া হবে।

স্বাআলো/এসএ

আপনার জন্য প্রস্তাবিত
Related

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা, পথচারীদের মাঝে শরবত বিতরণ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: আজও দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়...

চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: অতি তীব্র তাপদাহে নাকাল চুয়াডাঙ্গার জনজীবন।...

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি 

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়,...

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে মোটরসাইকেলের সঙ্গে...