বিএনপি সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করে: এমপি কাজী নাবিল

যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, বিএনপি সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করে। নিজেদের স্বার্থে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়। শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান সব সময় অসাম্প্রদায়িক। ১৯৭২ সালে বঙ্গবন্ধু সংবিধানে ধর্মনিরপেক্ষতা যুক্ত করেন। আর তার মেয়ে শেখ হাসিনা সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (২০ অক্টোবর) নরেন্দ্রপুর ইউনিয়নের রুপদীয়া কালী মন্দির পরিদর্শনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্দির কমিটির সভাপতি শংকর রাহার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মোদাচ্ছের আলী, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ ও নরেন্দ্রপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মোহন লাল।

এরপর সন্ধ্যায় শহরের ৯ নং ওয়ার্ডে জোড়া শিব মন্দির পরিদর্শন করেন কাজী নাবিল আহমেদ।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় জোয়ার্দ্দারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল ও মন্দির কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার।

নীলগঞ্জ মহাশশ্মান পূজা মন্ডপে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী নাবিল আহমেদ এমপি।

মহাশশ্মানের সভাপতি সুখেন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন ও মহাশশ্মানের সাধারণ সম্পাদক পার্থ প্রতীম দেবনাথ রথি।

শহীদ সধির ঘোষ পূজা মন্ডপ পরিদর্শনের সময় কাজী নাবিল আহমেদের সাথে ছিলেন মন্দির কমিটির সভাপতি দেবব্রত ঘোষ, সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, উপদেষ্টা স্মৃতিকণা দাস প্রমুখ।

এরপর চপলা কমপ্লেক্সে বাণী জুয়েলারি ওয়ার্কারের স্বত্বাধিকারী স্বপন কুমার চন্দ্রের পারিবারিকভাবে আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন করেন এমপি কাজী নাবিল আহমেদ।

এছাড়া বেজপাড়া সার্বজনীন পূজা মন্ডপে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

মন্দির কমিটির সভাপতি সুশীল বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অচিন্ত্য ধর।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

মারধরের প্রতিশোধ নিতে যশোরে কলেজছাত্র নুর খুন

নিজস্ব প্রতিবেদক: যশোরে কলেজছাত্র নুর হোসেন হত্যাকাণ্ডের দায় স্বীকার...

যশোরে রিপন হত্যা মামলার আসামি রানা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মুজিব সড়কে লেদ মিস্ত্রি রিপন...

পেঁয়াজ আমদানি শুরু, কমতে পারে দাম

দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর...

যশোর সদরের তিন ইউনিয়নে দোয়াত কলমের প্রার্থী বিপুলের মতবিনিমিয় সভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর...