শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে জনগণ: এমপি কাজী নাবিল

যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনা ক্ষমতায় আনবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশে মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বহুদিনের প্রত্যাশিত পদ্মা সেতু আমরা পেয়েছি। যার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এখন খুব সহজেই রাজধানী ঢাকাতে যেতে পারছে। ব্যবসা-বাণিজ্যে গতি এসেছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুর রাজ্জাকের নামে সড়কের নামকরণের উদ্বোধন ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন এই মতবিনিময় সভার আয়োজন করে।

এই সময়কালে যশোরে ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়ন, শেখ হাসিনা আইটি পার্ক নির্মাণ, ভৈরব নদের সংস্কার প্রভৃতি উন্নয়ন কর্মকাণ্ডের উদাহরণ টেনে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার থাকলে দেশে উন্নয়ন হয়। মানুষের সামাজিক নিরাপদ বেষ্টনী শক্তিশালী হয়। দেশে শিক্ষার হার বাড়ে, মাতৃমৃত্যুহার রোধ হয়, বয়স্কভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধারা ভাতাপ্রাপ্ত হন।

তিনি বিএনপি-জামায়াতের দুঃশাসনের ফিরিস্তি তুলে ধরে বলেন, বর্তমানে কারা ষড়যন্ত্র করছে- তারা হচ্ছে বিএনপি ও জামায়াত। কেনোনা এরা বাংলাদেশের স্বাধীনতা এখনো মেনে নেয়নি। তারা পাকিস্তানের প্রেতাত্মা। আমি ২০০১-২০০৬ সালের নারকীয় কর্মকাণ্ড ভুলিনি, ভোলা যায় না। দেশব্যাপী সিরিজ বোমা, গ্রেনেড হামলা, বাংলা ভাইয়ের উত্থান, বিদ্যুৎ চাইতে গিয়ে কানসাটে গুলি, সার চাইতে গিয়ে ১৮ কৃষকের প্রাণহানির কথা দেশবাসী ভুলতে পারে না।

তিনি বলেন, ২০০৪ সালের নির্বাচন বানচাল করতে তারা প্রায় তিন হাজার সরকারি অফিসে আগুন দেয়, চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ হত্যা কেরছে, ঘুমন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, ট্রেন লাইন উপড়ে ফেলেছে, গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়েছে। তাদের সেই নাশকতা দেশবাসী কখনোই ভুলবে না।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি নেই যারা দেশে নাশকতা করতে পারে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আাগমী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এতে জনগণ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, দেশের মানুষ ফের আওয়ামী লীগের মার্কা নৌকাকে বিজয়ী করবে। তারা জননেত্রী মেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেশের অভূতপূর্ব উন্নয়নকে এগিয়ে নেবে।

রাস্তার নামকরণ ও উদ্বোধন বিষয়ে এমপি কাজী নাবিল বলেন, আজ আমরা চুড়ামনকাটি থেকে চান্দুটিয়া পর্যন্ত সড়কটি এমন একজন মহান মানুষের নামে নামকরণ করছি, যিনি জীবদ্দশায় তিনটি দেশে বসবাস করেছেন। তিনি বৃটিশ, পাকিস্তান এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশে থেকেছেন। তিনি বৃটিশ সেনাবাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশ নিয়েছেন। তিনি ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর সঙ্গে আসামি ছিলেন। সেইসময় এই মামলার আসামিদের প্রত্যেকেই ফাঁসির দড়ি গলায় নিয়ে বেড়াচ্ছিলেন। সেইসব কিছু তুচ্ছ করে সুবেদার আব্দুর রাজ্জাকদেশের প্রতি আনুগত্য রেখে জীবনবাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন।

দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন সুবেদার আব্দুর রাজ্জাকের ছেলে এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম তরিকুল ইসলাম।

তিনি বলেন, নতুন প্রজন্মকে অবশ্যই আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে। পাকিস্তানিরা কীভাবে আমাদের শোষন করেছিল, কীভাবে আমাদেরকে শুধু কেরানি বানিয়ে রাখতো, কীভাবে শুধু স্কুল মাস্টার করে রাখতো আর নিজেরা সরকারি সব বড় বড় পদে আসীন হতো। তারা কখনোই বাংলাদেশকে আপন ভাবেনি, তারা এদেশের সম্পদ লুণ্ঠন করে ওইদেশকে সমৃদ্ধশালী করেছে। সেখানে বড় বড় শিল্প কলকারখানা গড়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলায় যে ৩৪ জনকে আসামি করা হয়েছিল, আবার বাবা তার ১৪ নম্বরে ছিলেন। ৬ মাস আমরা তার কোনও হদিস পাইনি। পরে বাবার মুখেশুনেছি, তাদের অমানুষিক নির্যাতন করা হতো- শুধু একটি কথা আদায়ের জন্যে। তা হলো বঙ্গবন্ধুর উপরে সমস্ত দোষ চাপানোর। কিন্তু তারা কেউই মুখ খোলেননি। কেননা বঙ্গবন্ধু তখন কোনও ব্যক্তি নন, তখন তিনি একটি দেশের প্রতীক, দেশের স্বাধীনতার প্রতীক ছিলেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা দেন, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, জেলা অওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, শহিদুল ইসলাম, প্রভাষক লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর রকসি প্রমুখ।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুর রাজ্জাক ১৯১৭ সালের ১০ মে চাঁদপুরে জন্মগ্রহণ করেন। পড়ালেখা শেষ করে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি মিত্র বাহিনীর হয়ে লড়াই করেছেন। ১৯৪৬ সালে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা প্রতিরোধে কাজ করেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি বিপ্লবী সংগঠন গড়ে তোলেন। আগারতলা ষড়যন্ত্র মামলায় তিনি বঙ্গবন্ধুর সাথে আসামি (১৪ নম্বর) হন। ১৯৬৯ সালে তাকে চাকরিচ্যূত করা হয়। এরপর তিনি যশোর সদরের চান্দুটিয়া এলাকায় বসবাস শুরু করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি সরাসরি অংশ নেন। কখনো সরাসরি যুদ্ধের ময়দানে, কখনো প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের ১৫ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে যশোর শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়।

এই বীর মুক্তিযোদ্ধার নামে চুড়ামনকাঠি, কায়েমকোলা, বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার হয়ে চান্দুটিয়া সড়কটির নামকরণ করা হলো।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরে কলেজছাত্র নূর হত্যা: পচার পরে কানা রনি আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের শংকরপুরের নুর হোসেন হত্যা মামলার প্রধান...

শার্শায় চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার পশ্চিমকোটা গ্রামের আজগর আলী ফকিরকে...

যশোরসহ ৭ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

ঢাকা অফিস: যশোর দেশের সাত জেলার বিভিন্ন অঞ্চলের ওপর...

যশোরে কলেজছাত্র নুর হত্যার প্রধান আসামি পচা আটক, চাকু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যশোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে ও পূর্বশক্রতার...