মনোনয়ন ফরম নিতে আসা নেতাদের উপযুক্ত সম্মান দেয়ার নির্দেশ শেখ হাসিনার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রত্যাশী তৃণমূলের নেতাকর্মীদের উপযুক্ত সম্মান দিয়ে মনোনয়নপত্র হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে মনোনয়নপত্র বিক্রি ও জমাদান কর্মকাণ্ডে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে।

দলটির নেতারা জানান, আমাদের নেত্রীর চাওয়া হলো, তৃণমূলের নেতাকর্মীরা যাতে মনোনয়ন ফরম কিনে উপযুক্ত সম্মানের সঙ্গে বের হতে পারে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানে সম্পৃক্ত নেতাদের সঙ্গে সমন্বিত সভা অনুষ্ঠিত হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে। যা শনিবার (১৮ নভেম্বর) শুরু হয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়নপত্র সরাসরি কিনবেন। এর মধ্য দিয়ে দলের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি। পরে অন্যান্য নেতাকর্মীদের জন্য ফরম সংগ্রহ ও জমাদান শুরু হবে।

এর আগে দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস: যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক দেখে বিএনপির মাথাটা...

অস্তিত্ব জানান দিতেই লিফলেট বিতরণ বিএনপির: কাদের

ঢাকা অফিস: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল...

শেখ হাসিনাকে কোনো দেশ নিয়ন্ত্রণ করতে পারে না: কাদের

ঢাকা অফিস: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি ঘোষণা

ঢাকা অফিস: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার...