যশোরে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত

যশোরে জেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিরের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবসযথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে কালেক্টারেট চত্বরে অস্থায়ীভাবে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন স্কুল কলেজে দেয়ালিকা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, ফায়ার সার্ভিস ডিপেন্স, আনসার ভিডিপি যশোর, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গণপূর্ত বিভাগ যশোর, জেলা মহিলা বিষায়ক অধিদফতর, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১, স্বাস্থ্য প্রকৌশলী অধিদফতর, জেলা পরিবেশ অধিদফতর, ওজেপিডেকো, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, যশোর জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর কালেক্টরেট স্কুলসহ সরকারি-বেসরকারি বিভিন্নপ্রতিষ্ঠান।

এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।

এদিকে, যশোর সরকারি এমএম কলেজে দেয়ালিকা উদ্বোধন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারে সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মদন কুমার সাহা, প্রফেসর আক্তার হোসেন, সহযোগী অধ্যাপক আব্দুল মোমিন, সহকারী অধ্যাপক শাহজান কবির ও প্রভাষক সজিব কুন্ডু।

যশোর সরকারি সিটি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অমলেন্দু বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম, ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবাল ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন।

যশোর সরকারি মহিলা কলেজে দেয়ালিকা উন্মোচন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুবুল হক খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর সেলিনা খাতুন।

এছাড়া জিলা স্কুলে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক সেলিনা খাতুন ও সখিনা খাতুন, সিনিয়ার শিক্ষক নজরুল ইসলাম খান ও জামাল উদ্দিন।

ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মনিরুজ্জামান, তরফদার কায়সার ও জসিম উদ্দিন।

মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজ আলোচনা সভা ও দোয়া মাহফিলে কলেজের অধ্যক্ষ খায়রুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহপ্রধান শিক্ষক ফারজানা করিম, গভিনিং বডির সদস্য আহসান হাবিব ও সিনিয়র শিক্ষক শেখ বদির আহমেদ। দোয়া মাহফিল পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরের নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে পথসভা করেছেন...

নির্বাচনে প্রার্থী যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করে ছাড় দেয়া হবে না: যশোরে ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান...

বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সময়সীমা শেষ হওয়ায় ভারত থেকে চাল আমদানি...

যশোর চীফ জুডিসিয়াল আদালতে টাউট উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় টাউট...