নড়াইলে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’, এ প্রতিপাদ্যে নড়াইলে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, জাতীয়ভাবে সম্প্রচারিত অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকাল ৯ টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে নিবেদন করেন জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, এলজিইডি, গনপূর্ত বিভাগ, সদর উপজেলা প্রশাসন, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি-বেসকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

শহীদ শেখ রাসেলের জন্মদিন আজ

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে জাতীয়ভাবে সম্প্রচারিত অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার, দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম ,স্থানীয় সরকার বিভাগ নড়াইলে উপ-পরিচালক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতীশীল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসের চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এর আগে সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন, জাতির পিতা বঙ্গবন্ধু ও শহীদ শেখ রাসেলের প্রতিকৃতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নড়াইলে ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে প্রকল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনার

জেলা প্রতিনিধি, নড়াইল: প্রত্যাগত অভিভাসী, ফিরে এলেও পাশে আছি...

নড়াইলে কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল: শিক্ষা-ধর্ম-সম্প্রীতি প্রকল্পের মূলনীতি এ স্লোগানকে সামনে...

নড়াইলে নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় চিত্রা নদী...

নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল: ‘স্মাট বাংলাদেশ বির্নিমাণে খাবার খাবো পুষ্টিগুণে’,...