আশ্রয়হীনকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী ইতিহাসে অমর হয়ে থাকবেন

খুলনা বিভাগের পাঁচ জেলাসহ ১১টি জেলা ও ৬০টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ১ম ধাপে নতুন এই জেলা-উপজেলাগুলোকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এতে সারাদেশে মোট ৩২টি জেলা ও ৩৯৪টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত হলো। ১৪ নভেম্বর সকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

মুজিবর্ষের অঙ্গীকারে শতভাগ ভূমিহীন-গৃহহীন ৩২টি জেলাগুলো হলো, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, নাটোর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আর কোনো মানুষ গৃহহীন-ভূমিহীন থাকবে না। কোনো মানুষ অবহেলিত থাকবে না। সকলকেই মানসম্মত জীবনযাপন করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। শিক্ষায়-দীক্ষায় আমাদের ছেলেমেয়েরা সকলেই আরো উন্নত জীবন পাবে সেটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ভূমিহীন ও গৃহহীন জনগণকে জমি ও গৃহ প্রদান করে ইতিহাসে অমর হয়ে থাকবেন। মানুষের সেবার ব্রত নিয়ে কাজ করলে সমাজ দ্রুত এগিয়ে যায়। সম্পদ অর্থ সুযোগ সুবিধা পরিবেশ সবই আছে। শুধু চোখ কান খোলা রেখে কাজ করলেই হয়। কিন্তু কেউ এ কথাটা বুঝতে চান না যে, যিনি জনগণের সেবার দায়িত্ব নিতে ভোট প্রার্থনা করে নির্বাচিত হন তিনি আর মানুষর কাছে যান না, মনে রাখেন না মানুষের কথা। আর অতি সাধারণ মানষের কথা মনে রাখার তো প্রশ্নই আসে না। মনে রাখতে হবে সাধারণ মানুষ অভিজাত শ্রেণির মানুষের তার মান। তারা আশরাফ- আতরাফ, নিরন্ন-বুভুক্ষ যাই হোক তাদের সম্মান দিতে হবে। মানব সেবার মাধ্যমে যে আভিজাত্য প্রতিষ্ঠিত হয় সেটিই প্রকৃত আভিজাত্য।

‘এই দুনিয়ার যত নিঃস্ব মানুষ নাই যাদের ঠিকানা/বঞ্চিত, ব্যথাহত, নিপীড়িত, লাঞ্ছিত তাদের কথা ভুলনা / তারাই তোমাদের মান / দিতে হবে সম্মান।’ বিখ্যাত এই সঙ্গীতের প্রতিটি বাক্য জীবন্ত হয়ে উঠছে প্রধানমন্ত্রীর গৃহহীনদের ঘর দেবার কর্মসূচির মাধ্যমে।

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা মানুষের মাঝে অনাবিল শান্তি এনেছে

সম্পাদকীয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামের অর্থনীতি পাল্টে গেছে।...

নারী নির্যাতনের একি পাশবিক চিত্র!

সম্পাদকীয়: বাগেরহাটের মোংলায় কেটলির গরম পানি নিক্ষেপ করে মুন্নি...

আদালত অঙ্গন থেকে টাউট উচ্ছেদ অভিযান অভিনন্দিত

সম্পদাকীয়: যশোরের আদালত অঙ্গন টাউটমুক্ত করার শুভ উদ্যোগ নেয়া...

মসজিদ তহবিলের সাড়ে সাত লাখ টাকা আত্মসাত!

সম্পদকীয়: ধর্ম-কর্মের নাম নেই মসজিদ কমিটির সদস্য হবার জন্য...