উপজেলা নির্বাচন: বাগেরহাটে ৩ উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়ন জমা

আজাদুল হক, বাগেরহাট: নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় দফা তফসিলে বাগেরহাটের তিন উপজেলায় মোট ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রবিবার (২১ এপ্রিল) প্রার্থীরা অনলাইনের পাশাপাশি রিটানিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে সরাসরিও মনোনয়ন পত্র দাখিল করেন।

জেলা নির্বাচন কর্মকর্তার দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২য় ধাপে বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলায় আগামী ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আর মনোনয়ন দাখিলকারীরা হলেন, ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাস, যুবলীগ নেতা শেখ ওয়াহিদুজ্জামান বাবু এবং ফজিলা বেগম নামের অপর একজন নারীও চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে শেখ ইমরুল হাসান, কওসার আলী ফকির, শেখ মোস্তাহীদ, সৈয়দ অলিদ ইমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খানম ও আয়েশা সিদ্দিকা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মোল্লাহাট উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা, তাজউদ্দিন আহম্মদ, শেখ নাসির উদ্দিন ও আইভি আলম রুমকি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নজরুল ইসলাম মিল্টন, ফজলে রাব্বী, মনিরুজ্জামান চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন, চম্পা ইসলাম সাথী, ইলা বসু ও রীনা পারভীন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অপরদিকে, চিতলমারী উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান অশোক কুমার বড়াল, অদিতি বড়াল, এসএম অহিদুজ্জামান, আবু জাফর, আলমগীর হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে সাহেব আলী ফরাজী, এসএম মাহাতাবুজ্জামান, কাজী আজমীর আলী, হাচান আলী সরদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বপ্না বেগম, শিবানী রানী বিশ্বাস, সুলতানা মল্লিক ও চারুবালা হীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, ২য় ধাপের উপজেলা নির্বাচনে বাগেরহাটের তিনটি উপজেলায় ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে কোন আপিল থাকলে তা ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিস্পত্তি ২৭-২৯ এপ্রিল, মনোনয়ন পত্র প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে ট্যাবলেট খেয়ে শিশুর মৃত্যু

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার পল্লীতে চাউলের পোকামারা...

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ বাহিনীর যোগদান

আজাদুল হক, বাগেরহাট: তীব্র দাবদাহের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের...

বাগেরহাটে জাল টাকার নোট ও খেলনা পিস্তলসহ দুইজন আটক

আজাদুল হক, বাগেরহাট: জেলা সদরে এবার জনতার সহায়তায় জাল...

সুন্দরবনে আগুন

আজাদুল হক, বাগেরহাট: জেলার পুর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট...