যশোরের তিন উপজেলায় ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: যশোরে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

দ্বিতীয় ধাপের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছাসহ এই তিন উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহীন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

প্রতীক বরাদ্দ পাওয়াদের মধ্যে শার্শা উপজেলার চেয়ারম্যান প্রার্থী চারজন, ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন।

তৃতীয় ধাপের নির্বাচনে যশোরের তিন উপজেলায় ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

অন্যদিকে ঝিকরগাছা চেয়ারম্যান প্রার্থী চারজন, ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন।

এছাড়া চৌগাছা চেয়ারম্যান প্রার্থী দুইজন, ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পাঁচজনকে প্রতীক পেয়েছেন।

শার্শা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান (আনারাস), আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), ইব্রাহীম খলিল (ঘোড়া), সোহরাব হোসেন (দোয়াত-কলম)। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম সরদার (তালা), তরিকুল ইসলাম (টিয়া পাখি), শফিকুল ইসলাম মন্টু (চশমা), শাহরীন আলম (টিউবওয়েল)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল) ও শামীমা খাতুন (কলস)।

ঝিকরগাছায় চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম (আনারস), রেজাউল হোসেন (মোটরসাইকেল), সেলিম রেজা (ঘোড়া) ও লুবনা তাক্ষী (দোয়াত-কলম)। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রিস আলী বিশ্বাস (টিউবওয়েল), কামরুজ্জামান মিন্টু (তালা), সৈয়দ ইমরানুর রশীদ (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছিয়া বেগম (পদ্ম ফুল), আমেনা খাতুন (হাঁস), জেসমিন সুলতানা (কলস) ও সাহানা আক্তার (ফুটবল)।

এছাড়াও চৌগাছায় চেয়ারম্যান পদপ্রার্থী এসএম হাবিবুর রহমান (আনারস), মোস্তানিছুর রহমান (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামীম রেজা (বৈদ্যুতিক বাল্ব) ও সিদ্দিকুর রহমান (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আকলিমা খাতুন লাকী (কলস), নাছিমা খাতুন (হাঁস), নাজনীন নাহার (বৈদ্যুতিক পাখা), কামরুন নাহার শাহিন (ফুটবল) ও রীপা ইসলাম (প্রজাপতি)।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে পোলেরহাট বাজারে অগ্নিকান্ড, ১২ টি দোকান পুড়ে ছাই

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈব্যজ্ঞ্যহাটি পোলের হাট...

যশোরের নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে পথসভা করেছেন...

চুয়াডাঙ্গার কাঠপট্টিতে অগ্নিসংযোগ, মূল আসামি সোনা আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন...

নির্বাচনে প্রার্থী যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করে ছাড় দেয়া হবে না: যশোরে ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান...