মাধ্যমিকে নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ স্থগিত

আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হতে যাচ্ছে। এর আলোকে সারাদেশের সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণের ঘোষণা দিয়েছিলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আগামী শনিবার থেকে প্রশিক্ষণ শুরু হওয়ার কথা থাকলেও এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাউশি এই প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করেছে।

বুধবার (৬ ডিসেম্বর) মাউশির বিভিন্ন অঞ্চলের শিক্ষা অফিসারদের অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

শিক্ষা অফিসারদের অফিস আদেশে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত শিক্ষক প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, প্রশিক্ষণটি আপাতত স্থগিত করা হয়েছে। সারাদেশ থেকে যেসব শিক্ষক প্রশিক্ষণে অংশ নেবেন, তাদের যাচাই-বাছাইয়ের কাজ এখনো শেষ হয়নি। দ্রুত এসব কাজ শেষ করে প্রশিক্ষণের পরবর্তী সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ প্রকল্পের পরিচালক মাহফুজ আলী বলেন, এই শিক্ষাক্রমের অধীনে চার লাখ ২৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ নিতে সারাদেশ থেকে আবেদন করেছেন পাঁচ লাখের বেশি শিক্ষক। আবেদনগুলো অধিকতর যাচাইয়ের জন্য কিছুটা বিলম্ব হচ্ছে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

শিক্ষার্থীরা ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন চিকিৎসা অনুদান, আবেদন যেভাবে

ঢাকা অফিস: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী...

মেডিকেলের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

ঢাকা অফিস: সারাদেশের মেডিকেল কলেজগুলোর এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস...

একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই

ঢাকা অফিস: চলতি বছরের একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির জন্য...

২৬ মে একাদশের ভর্তি আবেদন শুরু

ঢাকা অফিস: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল...