ট্রলারডুবি: পুলিশ সদস্যের স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: জেলার ভৈরবে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী মৌসুমি (২৫) ও মেয়ে মাহমুদার (৭) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২৩ মার্চ) কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার রাসেল শেখ বলেন, শনিবার দুপুর ১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল। এর আগে এ ঘটনায় আরো এক নারীর মৃত্যু হয়। এখন পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন পাঁচজন।

মেঘনা নদীতে ট্রলারডুবি: আরো ৪ জনের মরদেহ উদ্ধার

দুর্ঘটনার পর থেকে এখনো নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্য সোহেল রানা (৩৫) ও তার ছেলে রায়সুল (৫), রুপা দে (৩০), তার ভাইয়ের মেয়ে আরাধ্য (১২) ও ভগ্নিপতি বেলন দে (৩৮) ও নরসিংদীর রায়পুরা এলাকার কলেজ শিক্ষার্থী আনিকা আক্তার (১৮)।

এদিকে, বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় জড়িত সন্দেহে তিন মাঝিকে আটক করেছে নৌ-পুলিশ। বালুবাহী বাল্কহেডটিও জব্দ করা হয়েছে।

মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের নিখোঁজ ৩ জন

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, শনিবার সকাল ৮টা থেকে আমাদের ডুবুরি দল অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দুর্ঘটনা তলিয়ে যাওয়া নৌকাটিও শনাক্ত করা গেছে। নিখোঁজদের উদ্ধারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব, নৌ থানা পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, শুক্রবার ২২ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেড ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় ১২ ট্রলার যাত্রী উদ্ধার হলেও নিখোঁজ হন এক পুলিশ সদস্যসহ আটজন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি

যশোর ও চুয়াডাঙ্গায় যৌথভাবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা...

যশোরসহ ৭ জেলায় অতি তীব্র তাপপ্রবাহ

ঢাকা অফিস: দেশের সাতটি জেলার ওপর দিয়ে অতি তীব্র...

আজও থাকবে তাপপ্রবাহ, কাল ৪ বিভাগে বৃষ্টি হতে পারে

ঢাকা অফিস: সদ্য শেষ হওয়া এপ্রিল মাস জুড়েই ছিলো...

নির্দেশনা উপক্ষো করে যশোরে তীব্র তাপদাহে চলছে কোচিং বাণিজ্য

রুহুল আমিন, যশোর: যশোরে তীব্র তাপদাহে স্কুল, কলেজ ও...