পায়ে গুলির পর বাংলাদেশি যুবককে নিয়ে গেলো বিএসএফ

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন মিয়া নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (২৬ মার্চ) আদিতমারী উপজেলার বিওপি ক্যাম্প সংলগ্ন ৯২৩ নম্বর পিলারের কাছে ভারতের ৭৫ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত লিটন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোকছেদুল রহমানের ছেলে।

গুলিবিদ্ধ লিটন মিয়াকে পরে ভারতের ভেতরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা ওই বাংলাদেশি যুবক লিটন মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লিটন মিয়ার পায়ে গুলি লাগে।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সদস্য নবিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি) সহ স্থানীয়রা অপেক্ষায় রয়েছেন। কিন্তু ভারতীয় বিএসএফ এখনো লিটনকে ফেরত দেয়নি।

তিনি জানান, শোনা যাচ্ছে লিটনকে ভারতীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় এখনো বিজিবি- বিএসএফ পর্যায়ে কোনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি বলেও জানান তিনি।

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তে লিটন নামে একজন যুবক আহত হয়েছেন। তাকে ভারতের এমজি হাসপাতালে ভর্তি করেছ বিএসএফ। সেখানে তার চিকিৎসা চলছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চাচা-ভাতিজার জমজমাট লড়াই

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে এবং মন্ত্রীর...

কালীগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কাজ বন্ধ, বিক্ষোভ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: জেলার কালীগঞ্জে আকিজ বিড়ি কোম্পানি হাজরানিয়া...

আইটিএফ চ্যাম্পিয়নশিপে লালমনিরহাটের সান্ত্বনার স্বর্ণ পদক জয়

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: তায়কোয়ান্দো আইটিএফ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় লালমনিরহাটের সান্ত্বনা...

কালীগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক হলেন লুবনা

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ...