বিএনপির সঙ্গে কবে সংলাপ করবেন প্রধানমন্ত্রী, জানালেন নিজেই

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আহবানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কার সঙ্গে সংলাপ? কিসের সংলাপ? তাদের দেশে (যুক্তরাষ্ট্র) বাইডেন সাহেব কি ট্রাম্প সাহেবের সঙ্গে ডায়ালগ (সংলাপ) করেন। যেদিন বাইডেন সাহেব ট্রাম্পের সঙ্গে সংলাপ করবেন, সেদিন আমরাও সংলাপ করবো।

মঙ্গলবার (৩১ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা ২৫ থেকে ২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনে অংশ নেন। এ বিষয়ে বিস্তারিত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের জ্যৈষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

একজন জ্যৈষ্ঠ সাংবাদিক প্রধানমন্ত্রী কাছে প্রশ্ন রেখে বলেন, দেশে জনগণের মধ্যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি সংশয় দেখা দিয়েছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ বলছেন, জরুরি অবস্থা জারি হতে পারে। এ পরিস্থিতিতে আপনার (প্রধানমন্ত্রী) বক্তব্য জানতে চাই।

এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে নির্বাচন হবে এবং যথাসময়ে হবে। কে চোখ রাঙালো আর কে চোখ বাঁকা করলো, তাতে আমাদের কিছু যায় আসেন না। নির্বাচন যথাসময়েই হবে।

শেখ হাসিনা বলেন, বিএনপি একটি খুনির দল। তাদের সঙ্গে আবার কীসের সংলাপ। তাদের সবকিছুর রেকর্ড আমার কাছে আছে। তারা এমন একটি কাজ করতে পারে এ কারণেই আমরা আগে থেকেই সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছিলাম।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির স্বভাব কখনই বদলাবে না। এরা নির্বাচন চায় না। তারা সন্ত্রাস করে নির্বাচনকে ভন্ডুল করতে চায়। আসলে মানুষকে কষ্ট দেয়াটাই বিএনপির চরিত্র। বিএনপিকে যেভাবে শিক্ষা দিতে হয়, সেটাই আমরা দেবো।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

আজ থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা অফিস: ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ১৫৭ উপজেলা...

উপজেলা নির্বাচন: রাত ১২টা থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন...

সৌদিতে আরো এক বাংলাদেশির মৃত্যু

ঢাকা অফিস: পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর...

খুলনাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

ঢাকা অফিস: খুলনাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায়...