শার্শায় ৭২ লাখ টাকার সোনার বারহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে ছয় পিস সোনার বারসহ চয়ন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। যার মূল্য ৭২ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় চোরাকারবারির জুতার মধ্যে বিশেষ কায়দায় রাখা এ সোনার বার উদ্ধার করে।

খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার রাতে শার্শা উপজেলার গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে চয়ন নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত জুতার মধ্যে বিশেষ কায়দায় রাখা ছয় পিস সোনার বার উদ্ধার করা হয়।

খুলনায় ১২ পিস সোনার বারসহ আটক ১

আটক যুবক চয়ন যশোরের শার্শা উপজেলার গোগা গাজিপাড়ার নুরুজ্জামানের ছেলে।

বিজিবি কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদে জানতে পারি এই সীমান্ত দিয়ে রাতে সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবির টহলদল সীমান্তের মেইন পিলার ১৭ এর ৭ এস এর ৪২ আর পিলার থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোগা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে গোপনে অবস্থান নেয় বিজিবি। ওই সময় সোনা চোরাকারবারি একটি ব্যটারিচালিত ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তখন ওই ভ্যানের যাত্রী চয়ন হোসেনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কোনো সোনা পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় সোনার বারগুলো রয়েছে। এসময় তার জুতার ভেতরে ছয়টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৭০৪ গ্রাম। যার বাজার মূল্য ৭২ লাখ আট হাজার ২৫৬ টাকা।

লেফটেন্যান্ট কর্ণেল খুরশিদ আনোয়ার আরো বলেন, উদ্ধারকৃত সোনার চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরের নওয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিপুলের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: যশোরের সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা,...

ঝিকরগাছায় নোটিশ ছাড়াই দুই ব্যাংকে ছুটি, ভোগান্তিতে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক: কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই যশোরের ঝিকরগাছায়...

শার্শায় ট্রাক্টরচাপায় গৃহবধূর মৃত্যু, আহত ৩

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় মাটিবাহী ট্রাক্টরের...

যশোর সদরে চেয়ারম্যান প্রার্থী শাহারুলের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক: যশোরের তিনটি উপজেলা পরিষদের নির্বাচনে একজন চেয়ারম্যান...