যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪০) ও পিকআপভ্যান চালক শফিকুল ইসলাম (২৫)। দুইজনেরই বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিরামেরকান্দি গ্রামে।

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বের হচ্ছে একের পর এক মরদেহ!

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (এসআই) খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী জিএস পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মাছ বোঝাই একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ‌তে ঘটনাস্থ‌লে পিকআপভ্যানের চালক ও মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় আহত হয় বাসের সাত যাত্রী।

তি‌নি আরো জানান, আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আহতদের মধ্যে বাসের হেলপারকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

স্বাআলো/এস

আপনার জন্য প্রস্তাবিত
Related

সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জে: গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল ও মাটি টানা...

মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেলো ২ বন্ধুর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জেলার মুকসুদপুরে সড়কের পাশে পার্কিং করা...

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জেলার মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি...

সেবাশ্রম থেকে নারী পূজারির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জেলার সদরে আশ্রমের নারী পূজারি হাসিলতা...