চুয়াডাঙ্গায় দুইটি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন, বিশ্বজিৎ ও সুজন চেয়ারম্যান নির্বাচিত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে মাখালডাংগায় বিশ্বজিৎ সাহা ও শংকরচন্দ্র ইউনিয়নে সুজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রাহুল রাহা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

মাখালডাঙ্গা ইউপিতে ঘোড়া প্রতীকের বিশ্বজিত সাহা পাঁচ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আরশাদ উদ্দিন আহমেদ পেয়েছেন পাঁচ হাজার ১৩৫ ভোট।

এই নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভোটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচজন। সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত সদস্য পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮৩ জন।

শংকরচন্দ্র ইউপিতে চশমা প্রতীকের মহিউল আলম সুজন চার হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতিকের প্রার্থী নিলুয়ার হোসেন পেয়েছেন তিন হাজার ৮১৭ ভোট।

চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নে চেয়ারম্যান পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সদস্য পদে লড়াইয়ে ছিলেন ৪২ জন। সংরক্ষিত সদস্য পদে প্রার্থী ছিলেন ১৬ জন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫৬৯ জন।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

আজ আবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ছুইছুই

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: আজ আবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ডিগ্রি...

চুয়াডাঙ্গার কাঠপট্টিতে অগ্নিসংযোগ, মূল আসামি সোনা আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন...

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ৩০ হাজার ৮১০ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা...

চুয়াডাঙ্গায় ৩০ হাজার ৮১০ মেট্রিকটন আম সংগ্রহ শুরু হলো

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ৩০ হাজার ৮১০ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে...